মানবতার কবর
লিখেছেন লিখেছেন Hossain Al Irfan ১৯ এপ্রিল, ২০১৩, ১১:১২:৪১ রাত
আদি পিতা আর আদি মাতা
তারাই প্রতিষ্ঠিত করে গেছে
আসা আর যাওয়া ।
তাদের কোলে জন্ম বলে
আমরা সবাই মানব।
লোভ লালসার ধরনীতে
অনেক লোকই দানব।
সেই দানব প্রতিষ্ঠিত
আজ বিশ্ব সিংহাসনে
মুখে বলে মানবতা
বলে না সে মনে।
এশিয়াতে জন্ম মোদের
আমরা বাংলাদেশী,
বেহাল দশা মানবতার
এই দেশেতেই বেশী।
লোমহর্ষক খুন খারাবী
নিত্য দিনের খবর
দিবালোকে রচিত হয়
মানবতার কবর।
বিষয়: বিবিধ
৮৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন