অপ্রিয় সত্য

লিখেছেন লিখেছেন Hossain Al Irfan ১৪ এপ্রিল, ২০১৩, ০৭:১৪:৪০ সন্ধ্যা

অপ্রিয় সত্য

এই দেশেতে জন্ম মোদের

আমরা বাংলাদেশী,

বিংন্দুমাত্র কাজ করিনা

কথা বলি বেশী।

নিয়মনীতির ধারধারি না

নীতি বাক্য বলি,

সরল পথ ছেড়ে সবাই

বাকাঁ পথে চলি।

মুখে মুখে দেশ দরদী

অন্তরেতে নাই

বিয়াল্লিশ বছর কেটে গেল

দেখলাম শুধু তাই।

নেতা নেত্রী সুযোগবুঝে

করে গলাবাজি,

ক্ষুধায় কাতর সরল মানুষ

ওদের কথায় রাজি।

দুঃ চরিত্র ব্যবসায়ীগণ

এখন দেশের মাঝি

নিত্যপণ্যের দাম বাড়াতে

করে যায় কারসাজি।

প্রশাসনে কর্মরত আছেন যতগুরু

ঘুষের টাকা হাতে নিয়ে

যাত্রা করেন শুরু,

উকিল ডাক্তার ইঞ্জিনিয়ার

সদা করে ছল,

বিনাশ্রমে অর্থ আয়ের

পাথেন শত কল।

শিক্ষাদানে ন্যস্ত যারা

মানব কারিগর ,

কতকগুলো শিক্ষকগন

বড়ই স্বার্থপর।

নানা রঙে রঙিন মোরা

নানা রকম সাজ

কোট প্যান্ট সবই আছে

নেই যে শুধু লাজ।

ভিনদেশীরা দেশ প্রেমে

হচ্ছে আগোয়ান

দুনীতিতে বারেবারে

আমরা চ্যামপিয়ান।

অপকর্ম অপধর্ম চলছে বারমাস

বিশ্ববাসী করেনা তাই আমাদের বিশ্বাস

লিখে আমি কষ্ট পাই এই অমানবিক তথ্য

পড়ে কেউ পায়না স্বস্তি

এই অপ্রিয় সত্য।

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File