হে স্বাধীনতা!
লিখেছেন লিখেছেন misbah monjur ০২ এপ্রিল, ২০১৩, ০১:৫৪:৪৪ রাত
---মিসবাহ মনজুর
তুমি বলেছিলে
নিঝুম রাতে, নিরিবিলি পরিবেশে
একান্ত নির্জনে বসে থাকলে,
তোমাকে পাওয়া যাবে।
তুমি বলেছিলে
পূর্ণিমার রাতে, ছাদের উপরে
একাকি বসে সুধাংশুর দিকে তাকালে,
তোমাকে পাওয়া যাবে।
তুমি বলেছিলে
খোলা আকাশের নিচে, নির্বিকার সাথে
কাল বৈশাখী ঝড়ের মধ্যে দাঁড়ালে,
তোমাকে পাওয়া যাবে।
তুমি বলেছিলে
ভাদ্র মাসে দ্বি প্রহরের সময়,
উন্মুক্ত চোখে সূর্যের দিকে তাকালে,
তোমাকে পাওয়া যাবে।
তুমি বলেছিলে
হিমালয়ের হপার থেকে,
হিরা আর মনি-মুক্তা নিয়ে আসলে,
তোমাকে পাওয়া যাবে।
তুমি বলেছিলে
কুশিয়ারা কিংবা সুরমার
উল্ট জলে সাঁতার কাটলে,
তোমাকে পাওয়া যাবে।
তুমি বলেছিলে
নীল আকাশে কিংবা কুঞ্জ বিতানে
অথবা সবুজ অরণ্যে খুঁজলে,
তোমাকে পাওয়া যাবে।
একে একে তোমার সকল অভিলাষ পূরণ করলাম!
কিন্তু হায়!
তুমি কোথায়? কোন লোকালয়ে?
হে স্বাধীনতা! তোমাকে ফিরে পেতে বড্ড ইচ্ছা জাগে…
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন