হারিয়ে যাবো যেদিন
লিখেছেন লিখেছেন misbah monjur ২২ এপ্রিল, ২০১৩, ১১:৪৭:২৮ সকাল
একদিন আমি হারিয়ে যাবো
কী ছিলাম আমি বুঝবে!
ছবির দিকে চেয়ে চেয়ে একা একা কাঁদবে…
নিঝুম রাতে ঘুম ভেঙ্গে
পড়বে মনে পড়বে!
আমার কথা ভেবে তখন একা একা কাঁদবে…
একদিন আমি হারিয়ে যাবো
শূন্যতাবোধ করবে!
স্মৃতির দিকে তাকিয়ে শুধু, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে…
কলেজ শেষে গেইটে দাঁড়িয়ে
অপেক্ষা মোর করবে!
সবার শেষেও না পেয়ে মোরে, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদবে…
হারিয়ে যাবো যখন আমি
মূল্য তখন বুঝবে!
হন্য হয়ে চারিদিকে আমায় তখন খুঁজবে…
গ্রন্থাগারে বসে বসে
পড়বে বই পড়বে!
শেষ বিকেলেও না পেরে মোরে, টেবিলে টেবিলে খুঁজবে…
হারিয়ে যাবো যখন আমি
খুঁজার প্রয়োজন পড়বে!
কোথাও খুঁজে না পেয়ে তুই, জীবন ধ্বংস করবে…
বিষয়: বিবিধ
১৫৬০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন