নাই...
লিখেছেন লিখেছেন misbah monjur ২০ এপ্রিল, ২০১৩, ১০:৩১:৪৮ রাত
---মিসবাহ মনজুর
জীবন নিয়ে খেলছে খেলা,
যাচ্ছে করে অবহেলা!
বিদার নিবার ভাষা আমার জানা মোটেও নাই;
নাইরে জানা নাই...
কাঁদছি আমি যাচ্ছি কেঁদে,
দূর থেকে সে যাচ্ছে হেসে!
কোনো কিছু বলার ভাষা আমার জানা নাই’
নাইরে জানা নাই...
কী করে যে পাশে যাব,
সব কিছু তার ভুলে যাব!
ভুলের মাশুল দিবার আমার সুযোগ মোটেও নাই;
নাইরে সুযোগ নাই...
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন