প্রতিষ্ঠিত তেমন কোন মিডিয়া ফকীহুল মিল্লাত (রহঃ) এর মৃত্যু সংবাদ প্রচার করেনি!
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১২ নভেম্বর, ২০১৫, ০১:১৯:২২ রাত
প্রতিষ্ঠিত তেমন কোন মিডিয়া ফকীহুল মিল্লাত (রহঃ) এর মৃত্যু সংবাদ প্রচার করেনি!
এমনকি জানাজার সংবাদও!! কিন্তু আল্লাহর খাছ রহমতে এই সংবাদ পৌঁছে গেছে পৃথিবীর আনাচে-কানাচে।
দারুল উলূম দেওবন্দ ভারত , পাকিস্হান , সৌদি আরব . মিসর , আরব আমিরাত থেকে মরহুমের জানাযায় বিশ্বের শীর্ষ উলামায়ে কেরামগনের আগমন ঘটছে
.
মিডিয়া প্রচার করেনি তাতে কী? তাঁর উত্তরসূরীদের মাধ্যমে সারা পৃথিবীতে ছডিতয়ে পডছে
নবীর ওয়ারিশগণের সাথে তাওহীদি জনতার আত্মার যে সম্পর্ক রয়েছে তার প্রমাণ দেওয়ার জন্য হযরতের বিদায়বেলার শেষ আনুষ্ঠানিকতাই যথেষ্ট!!
.
আল্লাহু আকবার!! লোকে লোকারণ্য আজ এই বসুন্ধরা! হযরতের জানাজায় তাওহীদি জনতার ঢল নেমেছে! প্রায় লক্ষাধীক লোকের সমাগম ঘটে মরহুমের জানাযায় , কানাই কানাই ভর্তি বসুন্ধরা কনভেনশন এবং তার আশপাশ এলাকা!!
.
এ যেন নবীর যোগ্য ওয়ারিশগণের সাথে তাওহীদি জনতার গভীর ভালবাসার বহিঃপ্রকাশ
কোন মিডিয়ার কেন তাঁর এ খবর প্রকাশ করেনি ?
কারণ তিনি ‘হুজুর’ ছিলেন।
কারণ তিনি উনি ‘ইসলাম-মনষ্ক’ ও ‘দাসত্ব-মনা’ ছিলেন
কারণ তিনি দ্বীনের খিদমতে তাঁর জীবনের প্রায় পুরোটা সময় নিয়োগ করেছিলেন।
কারণ দ্বীন ইসলামকে দেশের আনাচে-কোনাচে ছড়িয়ে দেয়ার সুমহান দায়িত্ব তিনি গুরুত্বের সাথে পালন করেছিলেন।
কারণ তিনি দেশের প্রায় ১৮টি উত্তরাঞ্চলীয় জেলার সহস্রাধিক দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে গঠিত তানযীমুল মাদারিস আদ-দ্বীনিয়া
কারণ তিনি ওলামায়ে হকের প্রতিনিধিত্ব করেছিলেন
বাংলাদেশ (উত্তরবঙ্গ) এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।
কারণ তিনি একাধারে জামিয়ার প্রধান মুফতি, সহকারী মহাপরিচালক ও শিক্ষা বিভাগীয় পরিচালক ও ইফতা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।
কারণ তিনি বাংলাদেশে ‘ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং’-এর ক্ষেত্রে অনন্য অবদান রেখেছিলেন।
.আল্লাহ তাঁর বান্দাকে কবুল করুন আমিন
সামান্য একজন জাহান্নামের কীট মরলে তাগুত মিডিয়ার মায়াকান্নার শেষ থাকে না!
অথচ আজ এতো বড় একজন মনীষিণীর বিয়োগের সংবাদ প্রচার করতে তাদের যত গড়িমসি!! ধিক তোদের প্রতি হাজারো ধিক!!!
বিষয়: বিবিধ
১২৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
@মোহাম্মদ নূর উদ্দীন
আপনার কথা ঠিক আছে!!
কিন্তু মিডিয়া তার পেশাগত দায়িত্বপালনে অত্যন্ত নিন্দনীয় অনৈতিকতা ও অযোগ্যতার পরিচয় দিয়েছে/দিচ্ছে তাতে কোন সন্দেহ নেই!!
মন্তব্য করতে লগইন করুন