প্রতিষ্ঠিত তেমন কোন মিডিয়া ফকীহুল মিল্লাত (রহঃ) এর মৃত্যু সংবাদ প্রচার করেনি!

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১২ নভেম্বর, ২০১৫, ০১:১৯:২২ রাত

প্রতিষ্ঠিত তেমন কোন মিডিয়া ফকীহুল মিল্লাত (রহঃ) এর মৃত্যু সংবাদ প্রচার করেনি!

এমনকি জানাজার সংবাদও!! কিন্তু আল্লাহর খাছ রহমতে এই সংবাদ পৌঁছে গেছে পৃথিবীর আনাচে-কানাচে।

দারুল উলূম দেওবন্দ ভারত , পাকিস্হান , সৌদি আরব . মিসর , আরব আমিরাত থেকে মরহুমের জানাযায় বিশ্বের শীর্ষ উলামায়ে কেরামগনের আগমন ঘটছে

.

মিডিয়া প্রচার করেনি তাতে কী? তাঁর উত্তরসূরীদের মাধ্যমে সারা পৃথিবীতে ছডিতয়ে পডছে

নবীর ওয়ারিশগণের সাথে তাওহীদি জনতার আত্মার যে সম্পর্ক রয়েছে তার প্রমাণ দেওয়ার জন্য হযরতের বিদায়বেলার শেষ আনুষ্ঠানিকতাই যথেষ্ট!!

.

আল্লাহু আকবার!! লোকে লোকারণ্য আজ এই বসুন্ধরা! হযরতের জানাজায় তাওহীদি জনতার ঢল নেমেছে! প্রায় লক্ষাধীক লোকের সমাগম ঘটে মরহুমের জানাযায় , কানাই কানাই ভর্তি বসুন্ধরা কনভেনশন এবং তার আশপাশ এলাকা!!

.

এ যেন নবীর যোগ্য ওয়ারিশগণের সাথে তাওহীদি জনতার গভীর ভালবাসার বহিঃপ্রকাশ

কোন মিডিয়ার কেন তাঁর এ খবর প্রকাশ করেনি ?

কারণ তিনি ‘হুজুর’ ছিলেন।

কারণ তিনি উনি ‘ইসলাম-মনষ্ক’ ও ‘দাসত্ব-মনা’ ছিলেন

কারণ তিনি দ্বীনের খিদমতে তাঁর জীবনের প্রায় পুরোটা সময় নিয়োগ করেছিলেন।

কারণ দ্বীন ইসলামকে দেশের আনাচে-কোনাচে ছড়িয়ে দেয়ার সুমহান দায়িত্ব তিনি গুরুত্বের সাথে পালন করেছিলেন।

কারণ তিনি দেশের প্রায় ১৮টি উত্তরাঞ্চলীয় জেলার সহস্রাধিক দ্বীনি প্রতিষ্ঠান নিয়ে গঠিত তানযীমুল মাদারিস আদ-দ্বীনিয়া

কারণ তিনি ওলামায়ে হকের প্রতিনিধিত্ব করেছিলেন

বাংলাদেশ (উত্তরবঙ্গ) এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।

কারণ তিনি একাধারে জামিয়ার প্রধান মুফতি, সহকারী মহাপরিচালক ও শিক্ষা বিভাগীয় পরিচালক ও ইফতা বোর্ডের চেয়ারম্যান ছিলেন।

কারণ তিনি বাংলাদেশে ‘ইসলামী শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং’-এর ক্ষেত্রে অনন্য অবদান রেখেছিলেন।

.আল্লাহ তাঁর বান্দাকে কবুল করুন আমিন

সামান্য একজন জাহান্নামের কীট মরলে তাগুত মিডিয়ার মায়াকান্নার শেষ থাকে না!

অথচ আজ এতো বড় একজন মনীষিণীর বিয়োগের সংবাদ প্রচার করতে তাদের যত গড়িমসি!! ধিক তোদের প্রতি হাজারো ধিক!!!

বিষয়: বিবিধ

১২৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349459
১২ নভেম্বর ২০১৫ সকাল ০৫:৩৯
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : এত রাগ করেন ক্যা ভাই !! মিডিয়াকে এত দোষ দেন ক্যান !! হুজুর হলে কি মিডিয়ায় আসতে নেই !! টিভি দেখা হারাম মনে করেন, আবার টিভিতে আপনাগেরে না দেখাইলে এত মন খারাপ করেন কিলা !!
১২ নভেম্বর ২০১৫ দুপুর ০১:৫৯
290071
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

@মোহাম্মদ নূর উদ্দীন
আপনার কথা ঠিক আছে!!

কিন্তু মিডিয়া তার পেশাগত দায়িত্বপালনে অত্যন্ত নিন্দনীয় অনৈতিকতা ও অযোগ্যতার পরিচয় দিয়েছে/দিচ্ছে তাতে কোন সন্দেহ নেই!!
১২ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪০
290075
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আল্লাহর মাল আল্লাহই উঠাইয়া নিয়া গেছে! হেতিনির দুনিয়াবী সকল ভালা কামের প্রতিদান স্বরূপ বেহেস্তের নাগরিকত্ব প্রধান করুক। নিজের জান্তে অথবা অজানাতে কুনো আকাম সংঘঠিত হয়ে থাকলেও তাও যেন সু-নজরে দেইখ্যা তারে আখিরাতের অনন্ত যাত্রায় প্রতিবন্ধকতা সৃষ্টি না করে ক্ষমা করে দেওনের আর্জি রইলো মহান রবের দরবারে!!
১২ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৭
290108
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ভাই টিভি দেখা হারাম নয় তবে অশ্লিলতা হারাম , উভয়ে পার্থক্য আছে
349493
১২ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:৪৪
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আল্লাহর মাল আল্লাহ উঠাইয়া নিয়া গেছে, মিডিয়াতে হেতিনির নাম আসলেও যা না আসলেও তা। হুনছিলাম হেতিনি নিজেও নাকি মিডিয়াতে প্রচার প্রচারণা ও ফটোবাজী করা পছন্দ কইরতো না। যাউগ্যা হেই কথা। তিনার নসীবে জান্নাতের টিকিট পাওন গেলেই হলো!!!
349549
১৩ নভেম্বর ২০১৫ রাত ১২:৩৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই মিডিয়ায় এটা আশাই করেন কেন!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File