ওভারটেক বন্ধ করলে একসিডেন্ট এমনিতেই কমে যাবে

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ০৩ আগস্ট, ২০১৫, ০২:৩১:১৮ দুপুর

আমাদের দেশে গাড়ী ওবারটেক করার কারণে একসিডেন্ট বেশী হয়, আমি সৌদি আরবে একসাথে আঠারশত মাইল একাধারে সফর করেছি যেখানে সিঙ্গেল রোড় , কিন্তু একটি বারের জন্যও একটি গাড়ী অভারটেক করে যেতে দেখিনি।আমাদের দেশে অপরিপক্ক ড্রাইভার, ভূয়া লাইসেন্বেসধারী বেপরোয়া গাড়ী চালানী এ গুলো কঠোর ভাবে দমন করতে পারলে একসিডেন্ট কমে আসবে।

বিষয়: বিবিধ

৯৬৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

333372
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০১
অসমাপ্ত গল্পের রাজকুমার লিখেছেন : কি বন্ধ করবেন?
accident এর মুল কারন over taking মানলাম।
কিন্তু overtake কেন করে?
বাংলাদেশের ঢাকা-চট্টগ্রাম এর কথাই বলি...
বাসের গতি ঘরিন ৬০-৬৫ কি।মি। কিন্তু ট্রাক এর গতি ৪০-৪৫ এর বেশি তোলাও কষ্টকর হয়ে উঠে ...
এখন আপনি যদি বাসে অই ট্রাকের পেছনে পড়েন আপনাকে overtake না করে যাওয়ার রাস্তা নেই ।
ksa এর কথা বলছেন?
Makkah to Jeddah এ বাসের গতি ১০০+
অন্যান্য গাড়ীর হতি প্রায় ১২০-+
আমি makkah to jeddah গিয়া পড়াশুনা করেছি,তাই বল্লাম কথাটা ।
সেই খানে রাস্তা smooth speed smooth. Driving skill good . nd Car condition is good.
bt in bd Car condition.Road condition Driving skill nothing is like ksa condition.
Over taking বিস্তর জিনিস বাংলাদেশের জন্য।
333374
০৩ আগস্ট ২০১৫ দুপুর ০৩:০৮
এম আবদুল্লাহ ভূঁইয়া লিখেছেন : ধন্যবাদ পড়ার জন্য, কামনা ও তাই ,
333455
০৩ আগস্ট ২০১৫ রাত ০৮:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : শুধু ওভারটেকিং নয়। রাস্তাঘাটের ভাঙ্গাচোরাও এর অন্যতম কারন। আর সবার চেয়ে বেশি দায়ি দেখা যায় পুলিশকে। যারা বিভিন্ন অযুহাতে গাড়ি থামিয়ে যানজট সৃষ্টি করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File