আমরা মুসলামানেরা ফাস্ট ক্লাশ ,আর তোমরা থার্ড ক্লাশ ! **************************************************
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ০৩ আগস্ট, ২০১৫, ১২:০২:৫৩ দুপুর
এক বিত্তবান মুসলমান ব্যাক্তি ছিল ।সে লেখা পড়া তেমন জানতেন না।
একদিন সে সফরের উদ্দেশ্য রেলস্টেশনের দিকে বের হলেন ।পথে এক
খ্রিস্টান পাদ্রী তাদের ধর্ম সত্য হওয়ার ব্যাপারে যুক্তি দিয়ে বক্তৃতা শুরু
করলেন ।
পাদ্রী বলতে লাগলেন ,পৃথিবীর পাঁচশ কোটি মানুষের মধ্যে খ্রিস্টানদের
সংখ্যাই বেশি ।তাই খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে প্রিয় ধর্ম ।বাকি সবই
পথভ্রস্ট !
এই কথা শুনে সেই অশিক্ষিত লোকটি তার সওয়ারি থেকে নেমে খ্রিস্টানটির
কাছে গিয়ে বললো ,আমার সাথে রেল স্টেশনে চল ।প্রমান হবে জন সংখ্যা
যারা বেশি তারা ভাল ,নাকি যারা কম তারা ভাল ।
পাদ্রী বললো কেমন করে বুঝা যাবে ?
লোকটি বলল,ট্রেনে ফাস্ট ক্লাশে লোক বেশি থাকে নাকি থার্ড ক্লাশে বেশি থাকে?
পাদ্রী বলল ,থার্ড ক্লাশে বেশি থাকে ,ফাস্ট ক্লাশে কম থাকে ।
লোকটি বলল , "তেমনি আমরা মুসলমান জন সংখ্যায় কম ,আমরা হলাম ফাস্ট
ক্লাশ ,আর তোমরা জন সংখ্যা বেশি তোমরা হলে থার্ড ক্লাশ "
জবাব শুনে পাদ্রী নির্বাক স্তব্দ ।
(আল ইলমু ওয়াল ওলামাউ)
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
না ভাই হলো না।
ইহুদীরা তো আরো কম...
তাহলে কি ওরাও আমাদের চেয়ে ভাল।
আর যদি আপনার কথাও মানি তা হলে বলতে হয়,ইহুদিরা সংখ্যায় একবারেই কম ,আর ফাষ্ট ক্লাশে এত কম যাত্রী হয় না।
মন্তব্য করতে লগইন করুন