ইসলামীক কলামিষ্টদের দৃষ্টি আকর্ষন করছি ,বঞ্চিত প্রবাসীদের পাওনা আদায় প্রসঙ্গে ।
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৯ অক্টোবর, ২০১৪, ০১:৫৬:৫৮ দুপুর
আরব দেশে অনেক প্রবাসী কফিলের রোশানলে পডে, সর্বস্ব হারিয়ে নিজের পাওনা মুজুরীর টাকা ও উসুল করা ব্যতিরেকে দেশে পিরছেন অহরহ , বর্তমান আরব বিশ্বে এ জিনিসটা বেশী দেখা যাচ্ছে , শুনেছি যে শ্রমক নির্যাতনের অযুহাতে নাকি বিশ্ব কাপে ও গালফ ভূক্ত দেশ গুলোকে বারন করা হচ্ছে । তবে সেটা ভিন্ন কথা কিন্তু ৮-১০ বছর কাজ করার পরও বেতন না বাডানো,
বা বিভিন্ন সুযোগ সুবিধা যে গুলো দেয়ার কথা ছিল তা না দেয়া ,বা মাসিক মুজুরী না দেয়া বা দিলে ২,৪,৬,৮, মাসের বেতন আটকে রেখে কিছু কিছু দেয়া ,ইত্যাদ অনেক সমস্যায় ভূগছেন প্রবাসীরা , অনেক ভাই যারা এমন জুলুমের স্বীকার ওভুক্তভুগি এমন অনেকে আমাদের কে তারা প্রশ্ন করেছেন
এমতাবস্হয় কফিলের কাজে নিয়োজীত থাকা আবস্হায় যদি কফিলের অজান্তে , কফিলের মাল বা অন্য কিছু বিক্রি করে নিজের পাওনা টাকা বা হক্ব আদায় করা জায়েয হবে কি ,
,
আশা করি চিন্তা ভাবনা করেই কোরআন হাদীসের আলোকে মনবত্য কামনা করছি।
বিষয়: বিবিধ
১১৩৪ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এমন কঠিন পরিস্হিতিতে নিপতিত অসংখ্য প্রবাসী। ধারণাতীত শারিরীক-মানষিক নির্যাতনে কাটাচ্ছে প্রবাশ জীবন।
তাই বলে আপনার প্রস্তাবিত পন্হা সঠিক নয়।
তিনি মক্কী নামে পরিচিত।
তিনি সিরাতে আলোচনায় বলেছিলেন - শ্রমিক তার প্রাপ্যটা না বলে নিতে পারে। তিনি কোন দলীল দেন নি। তিনি বলেছিলেন - ফকীহরা একমত।
আপনি সেই সিডি বাজারে পাবেন। মক্কা বা মদিনায়র বাজারে পাবেন।
তবে অনেকে বলেছেন যে যত টুকু প্রাপ্য ঠিক ততটুকুই কেবল মাত্র নিতে পারবে এর বেশী নয় ,
মন্তব্য করতে লগইন করুন