আলেমদের সম্মান করে মাওলানা বলা
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১১ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:০৩:২২ বিকাল
আলেমদের মাওলানা বলা কি জায়েজ? নাকি শিরক?
প্রশ্ন: আলেমদের মাওলানা বলা কি জায়েজ? কতিপয় আহলে হাদিস নামের গায়রে মুকাল্লিদ বন্ধুরা বলে থাকেন যে, “মাওলানা এটি আল্লাহর সাথে খাস। যেমন কুরআনে কারীমে এসেছে য...ে, ورحمنا انت مولانا যেখানে মাওলানা বলে আল্লাহ তায়ালাকে সম্বোধন করা হয়েছে। সুতরাং কোন বান্দাকে মাওলানা বলা জায়েজ নয়। এটা সুষ্পষ্ট শিরক”।
তাদের এই বক্তব্যটি কি সঠিক? দলিল সহ জানালে উপকৃত হব।
জবাব:
بسم الله الرحمن الرحيم
গায়রে মুকাল্লিদদের এই বক্তব্যটি বিশুদ্ধ নয়। আলেমদের মাওলানা বলা জায়েজ। কেননা পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা স্পষ্ট বান্দাকে মাওলানা বলে সম্বোধন করেছেন।
যেমন-সূরায়ে নাহলের ৭৬ নং আয়াতে আল্লাহ তায়ালা গোলামের মনীবকে বলেছেন তার মাওলানা-وَهُوَ كَلٌّ عَلَى مَوْلاهُ অর্থাৎ সে তার মনীবের উপর বোঝা (সূরা নাহল-৭৬)
রাসূল সা. হযরত যায়েদ বিন হারেসা রা. কে বলেছেন-انت اخونا ومولانا অর্থাৎ “তুমি আমার ভাই এবং মাওলানা”(বুখারী শরীফ-১/৫২৮)
বরং নবীজী সা. গোলামদের শিখিয়েছেন যেন গোলামরা তার মনীবকে বলে-“সাইয়্যিদী ওয়া মাওলায়ী”। (বুখারী শরীফ-১/৩৪৬)
ইমাম হাসান রাহ. কে মানুষ মাওলানা হাসান বসরী রহ. ডাকতো (তাহযীবুত তাহযীব-২/২৬৩, আল বিদায়া ওয়ান নিহায়া-৯/২৬৬, সিয়ারু আ’লামিন নুবালা-৪/৫৭৩)
সুতরাং বুঝা গেল আলেমদের সম্মান করে মাওলানা বলা কোন দোষণীয় নয়। এটাবে শিরক বলা সম্পূর্ণ বাড়াবাড়ি।
والله اعلم بالصواب
উত্তর লিখনে
লুৎফুর রহমান ফরায়েজী
সহকারী মুফতী-জামিয়াতুল আস’আদ আল ইসলামিয়া-ঢাকা
ইমেইল
http://ahlehaqmedia.com/1085 আরো দেখুন
বিষয়: বিবিধ
১৩৪৯ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে।
Furthermore, 1. Allah will not ask us about what others did but He (SWT) will ask us about what we did.
2. It is against the injunction of the Quran, "Hold fast the rope of Allah....
So, it is better for us to do Self Evaluation not to find holes in the characters of other Muslims. And if possible spread good words for the betterment of the whole Muslim Ummah.
Thanks.
মাওলানা শব্দটি এখন তো অন্য অর্থেই ব্যাবহৃত হচ্ছে।
আরবীতে ‘মাওলা এক অর্থে ‘মালিক বুঝায়! বাংলায় ‘মালিক বলতে “ মালিকি ইয়াওমিদ্দীন এর ‘মালিক নয়, কোন বস্তু বা বিষয়ের মালিক বুঝায়। কাজেই কেউ যদি – এই বাড়ির মালিক অমূক বলে ফেলে- (যা খুব স্বাভাবিক ঘটনা )- তাহলে কি ‘শিরক হয়ে যাবে? কোন বিষয়ে কেউ বাড়াবাড়ি করলে তা সমাজে কেউ ভাল ভাবে গ্রহণ করে না!
ইন্নামাল আমালু বিন নিয়ত!
মন্তব্য করতে লগইন করুন