জেনে রাখুন বাংলার নাস্তিক, রসুল সাঃ এর মহব্বত আর ভালবাসা আমাদের কাছে মা বাবা সন্তান সন্ততির চেয়ে বেশী
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৫৬:৪৭ দুপুর
সম্প্রতি অনলাইন ব্লগিং ও সামাজিক ওয়েবসাইটে আল্লাহ, রাসূল (স) ও ইসলাম ধর্ম সম্পর্কে অমর্যাদাকর মন্তব্য করে কতিপয় ব্লগার দেশের সংস্কৃতি, ঐতিহ্য, বিশ্বাস ও ধর্মীয় মূল্যবোধে যে আঘাত হেনেছেন
আমি/আমরা/তৌহিদী জনতা সকলে এর প্রতিবাদ জানাই , ঘৃনা করি ওদের কে ও ওদের কাজ কে ও লেখনি কে ৷
ঐ দিন কে ভয় করুন যে দিন আপনার এ হাত ও কথা বলবে , আপনার বিরুদ্ধে ৷
আমি আপনাদের রাস্তায় নেমে ভাংচুর করতে বলব না, আপনি /আপনরা যদিও কুরুচি যুক্ত কথা লেখেছেন আমরা তা করবনা ,তবে আমি শুধু আমাদের দেশের নাস্তিক মতবাদে বিশ্বাসী বন্ধুদের বলব আপনার বাবা-মাকে নিয়ে কেউ অশ্লীল ভাষায় লেখা লেখি করলে ,আপনি ঐ ব্যক্তির বিরুদ্বে কি করতেন?
জেনে রাখুন বাংলার নাস্তিক , রসুলুল্লাহ সাল্লালাহু আলাইহি ওয়া সাল্লাম সেই মহা মানব যাকে আমাদের বাবা-মা, সন্তান এমনকি আমাদের নিজেদের থেকেও বেশী ভালো না বাসলে কেউ পূর্ণ ঈমানদার হতে পারে না।
আর যারা এমন বাজে কথা লিখে বেড়ায় আল্লাহ ও নবী সাঃ সম্পর্কে তাদের কে অ্যাট লিস্ট ঘৃণা তো করতেই হবে আর তাদের সাপোর্ট করার তো কোন প্রশ্নই আসে না।
আমাদেরও দেশপ্রেম আছে, এর মানে এইনা যে দেশপ্রেম দেখানোর জন্য ধর্ম বিসর্জন দিতে হবে। ধার্মিক হয়েও দেশপ্রেমিক হওয়া যায়।
; স্বদেশ প্রিতী ও ঈমানের অঙ্গ ;
আর জামাত শিবির এর পেচাল এ সকল ইসলাম প্রিয় তাওহিদী জনতাকে এক করার ও চেষ্টা করবেন না ,কারন সাহাবীদের সম্পর্কে জামাতের আপত্তিকর বিশ্বাসের জন্য এমনও অনেক জামাতের মতবাদ তথা মউদুদি মতবাদেও বিশ্বাসী না ,
তার পরও যেখানে-সেখানে দাঁড়ি-টুপি আর পান্জাবী দেখলে জামাত শিবির রাজাকার বলে গালি দেয়া অত্যন্ত দুঃখ জনক ৷
এ দাঁড়ি টুপি আর ইসলামী লেবাস কারো মিরাসী সম্পদ নয়, এটা সকল নবী-রসুলের আদশ বা সুন্নাত ৷
সকল তৌহিদী জনতাকে এক হওয়ার সময় এসেছে , নাস্তিকদের বিরুদ্ধে রুখে দাঁডানোর , যারা আমাদের প্রিয় নবীর আদশে কালীমা লেপন করতে চায় তাদের ঠাই এ [শাহ আমানত , শাহ জালাল, মুফতি আমিনী , শাহ আহমদ শফীর }.
এ দেশে থাকার অধিকার নেই ৷
বিষয়: বিবিধ
২০৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন