আমার হাসি পায়
লিখেছেন লিখেছেন প্রগতিশীল ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৩৮:৩৬ দুপুর
অনেকের কান্ড দেখে আমার হাসি পায়
কে ধার্মিক আর কে ভন্ড বোঝা বড় দায়।
কালকেই যে মহা নাস্তিক আজই সে বড় আস্তিক
রঙ্গে রুপে ভরা এ আজব দুনিয়ায়।
কি করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন পানে যাই
বাংলাদেশের মানুষ আমরা সবাই।
কঠিন দেশ ধর্ম বিদ্বেষ দেয় নাতো প্রশ্রয়।
হেসে মরি ধর্ম বিদ্বেষীরা ধর্মেরি ছায়ায়
সবসময়ই নেয় আশ্রয়।
আপন ভাল সবাই বুঝে হোক পাগল হোক না বুঝদার
সারা জীবন নাস্তিকতা ধরা পরেই আস্তিকতা
হায় কি কারবার!
স্রষ্টা আমার মহান মালিক
সব ভুল ওরে বোকা পথিক
তার দিকে ফিরে আয়।
পক্ষের লোকদের বলি হও সচেতন
আল্লাহ নিয়ে রাসুল নিয়ে কটাক্ষ
করছে এক শ্রেণীর সুকৌশলী জণগণ
এদের বিরুদ্ধে সত্যের পক্ষে বুঝে শুনে জ্ঞান নিয়ে
শক্ত কর ওরে মুসলিম তোমার অবস্থান।
বিষয়: বিবিধ
১২৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন