মানব রচীত সংবিধান ও নবমন্ডলের সৃষ্টি কর্তার সংবিধান ও কিছু ভাবনা

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ১৫ ডিসেম্বর, ২০১৩, ০৪:৪৮:০৮ বিকাল

মানব রচীত সংবিধান ও নবমন্ডলের সৃষ্টি কর্তার সংবিধান ও কিছু ভাবনা , পৃথিবীর যে কোন দেশের সরকার কুম্পানী , সংস্হা বা প্রতিষ্ঠান সঠিক ভাবে পরিচালনা করার জন্যই মানুষের প্রয়োজনে তৈরী করা হয় সংবিধান , সংবিধানের জন্য মানুষ নয় , মানুষের জন্যই সংবিধান ৷

যাতে করে উক্ত প্রতিষ্ঠান সঠিক ভাবে চলতে পারে ৷এর ফাঁকে যদি ক্রটি বিচ্যুতি ঘটে উক্ত সংবিধান সংশোধন সংযোজন পরিবর্তন বা রহিত করা যেতে পারে , এমন নয় যে এটার কোন পরিবর্তন করা যাবেনা এমনটি নয় ৷ পৃথিবীর কোথাও এমন নজীর আছে বলে আমার জানা নেই যেখানে ঐষী গ্রন্থের মত সংবিধান পরিবর্তন করা যাবেনা , এক মাত্র ব্যতক্রমি আমাদের প্রিয় ভূমি বাংলাদেশের সংবিধানের কিছু ধারা ৷

এক মাত্র ঐষী গ্রন্থ আল-কোরআন সহ সকল আসমানী কিতাব অপরিবর্তন যোগ্য , যদি ও আজকাল ইসলাম ধর্ম ছাডা অন্যান্য ধর্মালম্বী সার্থম্বেশীরা নিজেদের ধর্ম গ্রন্থকে পরিবর্তন করে ইতিহাসের আস্তাকুডে নিক্ষীপ্ত হয়েছে ৷

আজকে মানুষ কত নিকৃষ্ট নির্লজ্য ও জ্ঞানপাপী হলে এমন কথা বলা সম্ভব ?

যে নিজেদের প্রয়োজনে লাখো কোটি জন মতকে উপেক্ষা করে শুধু মাত্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নিজেদের হাতে তৈরী করা সংবিধান থেকে এক চুল নডা যাবেনা ,

যার ফলশ্রুতীতে আজকে দেশের হাজার হাজার মানুষের তাজা রক্ত নিয়ে হলি খেলা চলছে হাজারো মায়ের বুক খালি করে , হাজার হাজার শিশুদের এতিম করে হাজারো মা বোনকে বিধবা করে , হাজারো গাডি ব্যবসা প্রতিষ্ঠান ধবংশ করে , পুরো অর্থনিতীকে পূঙ্গ করে , একটি নীল নকশার মাধ্যমে পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম বিরোধীদল বিহীন একতরফা নির্বাচনের জন্য সরকার এগিয়ে যাচ্ছে ৷এটা কেমন সংবিধান রক্ষা ??

এমন সংবিধান কি মানুষের কল্যানে না অকল্যানে এটাই জাতির বিবেকের কাছে আমার প্রশ্ন ???????????????????????

এমন ভাবে যদি একটা দেশ কে সংবিধানের ধোহাই দিয়েই ধবংশ করে দেয়া হয় , পরবর্তিতে কাদের কে দিয়ে বা কি দিয়ে বা কাদের জন্য দেশ চালাবে ?

************

পক্ষান্তরে যে সংবিধান কখনো পরিবর্তন যোগ্য নয় ,যে সংবিধান মানুষকে দিয়েছে স্বাধীনতা, সন্মান , সর্ব কালে সর্ব যুগের মানুষের পদ প্রদর্শক ও সকল সমস্যার সমাধান , যে সংবিধান দিয়েছে আন্ধকার থেকে আলোর দীশা , যে সংবিধান দূর করেছে সাদা-কালো ধনী গরীব , ফকির -বাদশা এর ব্যবধান এক মাত্র তাকওয়া ছাডা ,

সেই সংবিধানের কথা বললেই আজকে হতে হয় রাজাকার মৌলবাদী ,সন্তাসী , নির্যাতীত নিপিডীত , এক গুঁয়েমী আরও কত কি ৷

আরও মজার ব্যপার হল যে সংবিধান যে কোন সময়ই পরিবর্তন শীল ঐ সংবিধানের বিরুদ্ধে বা ঐ সংবিধানের ধারক বাহকের {প্রধান মন্ত্রী }বিরুদ্ধে কিছু বললেই হতে হয় রাষ্টদ্রুহী , জেল জরিমানা সহ আরও কত কি ৷

আর যে সংবিধান কোন কালেই পরিবর্তন যোগ্য নয় {কুরআন } এর বিরুদ্ধে বা এর ধারক-বাহক তথা সর্ব যুগের সর্ব শ্রেষ্ট মহা মানব আমাদের প্রিয় হাবীব হযরত মুহাম্মদ সাঃ এর এর বিরুদ্ধে কটুক্তি করলে বাহ-বা ফেতে হয় ৷ হায় আফসোস !

এ কেমন মানষিকতা ?এ কেমন নির্লজ্যতা ? এ কেমন জ্ঞান পাপী ?

আজকে সংবিধান রক্ষার নামে বিরোধী গোষ্টীকে দমন সহ সারা দেশে যে নৃশংস হত্যা গুম , জালাও পোডাও ভাংচুর , আগ্নিদগ্ধ , রেল লাইন উপডে ফেলা সহ মারামারি হচ্ছে ১৯৭১ সনের সেই ভয়াবহতাকে ও হার মানায় ,

স্বাধীনতা যুদ্বের সময় মাতা-পিতার সামনে , হত্যা ধর্ষন লুন্ঠন আগ্নি সংযোগ যে ভাবে হয়েছে আজকে ৪২ বছর পর ও কেন একই পরিনতির স্বীকার হচ্ছে এ জাতি ৷ আজকে আমরা স্বাধীন কিনা এ প্রশ্নই থেকে যায় ৷ যদি ও আমরা একটা জাতি থেকে স্বাধীনতা অর্জন করেছি কিন্তু আজকে আবার একটা গোষ্টির কাছে পরাধীন বলে মনে হচ্ছে ৷

যেখানে আজকে স্বাধীন ভাবে চলা ফেরা করে , ধর্ম কর্ম করে ইসলামী লেবাস দাঁডি টুপি পরে ঘরের বাহিরে গেলেই নাস্তিকদের রোশানলে পডতে হয় , এটা কি স্বাধীন নাকি পরাধীন ? অথচ তারাই বলে থাকে ধর্ম যার যার রাষ্ট্র সবার , ৷এটা নিছক ধোকা ছাডা কিছুই না ৷

বিষয়: বিবিধ

২৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File