কেয়ামতে সর্বপ্রথম হযরত ইব্রাহীম আ• কে কাপড় পরিধান করানো হবে

লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৯ সেপ্টেম্বর, ২০১৩, ০২:০০:৩৭ রাত

, কিয়ামতের দিন সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে এবং সেদিন সর্বপ্রথম হযরত ইব্রাহীম আ• কে কাপড় পরিধান করানো হবে। কথাটি কতটুকু সত্য?

Ans: উত্তরঃ হ্যাঁ, কিয়ামতের দিন সকলেই উলঙ্গ অবস্থায় উঠবে এবং সেদিন সর্বপ্রথম হযরত ইব্রাহীম আ•কে কাপড় পরিধান করানো হবে। হাদিস বিশারদগণ বলেনঃ হযরত ইব্রাহীম আ•কে তৎকালীন খোদাদ্রোহী, দাম্ভিক বাদশা নমরুদ উলঙ্গ করে আগুনের মধ্যে নিক্ষেপ করেছিল। এর প্রতিদান হিসেবে কিয়ামতের দিন সর্বপ্রথম হযরত ইব্রাহীম আ•কে কাপড় পরিধান করানো হবে। (বুখারী শরীফ, হাদীস নং- ১৬২৮, বঙ্গানুবাদ-৪র্থ খন্ড, পৃঃ ৭৬, হামিদিয়া লাইব্রেরী)

বিষয়: বিবিধ

১১৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File