বাবুনগরীর জামিন মঞ্জুর
লিখেছেন লিখেছেন এম আবদুল্লাহ ভূঁইয়া ২৯ মে, ২০১৩, ০৩:১৫:৫৯ দুপুর
বাবুনগরীর জামিন মঞ্জুর
আদালত প্রতিবেদক
নতুন বার্তা ডটকম
ঢাকা: হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীকে তিন মামলায় জামিন দিয়েছেন আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহরিয়ার মোহাম্মদ আদনান বুধবার এ জামিনের আবেদন মঞ্জুর করেন।
বাবুনগরীকে তিন মামলায় গ্রেফতার দেখানো হয়েছিল। সব কটি মামলায় জামিন পাওয়ায় তার মুক্তির ব্যাপারে কোনো বাধা রইল না বলে জানিয়েছেন বাবুনগরীর আইনজীবীরা।
জুনায়েদ বাবুনগরী বর্তমানে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় বিশেষ বিবেচনায় বিচারক এ জামিন আবেদন মঞ্জুর করেন বলে রায়ে উল্লেখ করা হয়।
এর আগে বুধবার সকালে বাবুনগরীর পক্ষে অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়াসহ বিএনপি-জামায়াতপন্থী আইনজীবীরা জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় বাবুনগরীর জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ৫ মে রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের অবস্থান কর্মসূচি চলাকালে ব্যাপক সহিংসতার ঘটনায় মতিঝিল ও পল্টন থানায় দায়ের করা তিনটি মামলায় সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরীকে গ্রেফতার দেখানো হয়। ৬ মে সন্ধ্যায় বাবুনগরীকে রাজধানীর জয়কালি মন্দির এলাকা থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন