নিজামি- মদে সাইদি- গো আযমদের আয়ু আর দেড়-দুই মাস Applause Applause

লিখেছেন লিখেছেন জুলিয়া ২৯ মে, ২০১৩, ০৩:০৭:০৩ দুপুর



আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যেই যুদ্ধাপরাধীদের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এ সময় তিনি বিএনপি ও জামায়াতকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, হরতাল ও নৈরাজ্যের মাধ্যমে যতই ষড়যন্ত্র করুন না কেন সর্বোচ্চ আদালত সাজা বজায় রাখলে জুলাই-আগস্ট মাসের মধ্যেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর হবেই। কোনো শক্তি এটা ঠিকাতে পারবে না

বিষয়: বিবিধ

২০৯৪ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

316803
২৫ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:৫৪
আবরণ লিখেছেন : @জুলিয়া। আপনি কি ইনু সাহেবের নুতন সহকারী? নুতন চাকুরী পেয়েছেন বোধ হয়। ভাল । বেশ ভাল । চাকুরীটা চালিয়ে যান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File