প্রগতিশীল নারীদের বলছি .....
লিখেছেন লিখেছেন বিডি রকার ১৫ এপ্রিল, ২০১৩, ০১:৪৭:১০ দুপুর
গতকাল প্রথম আলো হাসনাত আব্দুল হাই এর
একটি চরম ইংগিতবহ লেখা ছেপেছে।
লেখক ভালো কি খারাপ তা নিয়ে আমার
আপাতত কোন মাথা ব্যথা নেই। তবে তার
লেখাটি যে একটি চরম বাস্তবতারই
বহিঃপ্রকাশ এ বিষয়ে আমার বিন্দুমাত্র
সন্দেহ নেই।
গল্পটার প্রধান চরিত্র লাকি আক্তার ও
একই আদর্শে অনুপ্রাণিত মেয়েদের
কাছে আমার একটি প্রশ্ন। এসব
মেয়েরা কি অন্যসব মেয়েদের মত একজন
স্বামী নিয়ে সুখের ছোট্ট সংসারের স্বপ্ন
দেখে না ?
তারা কি সমাজে সম্মানজনকভাবে বেচেঁ থা
প্রত্যাশা করে না ? তারা কি আমরণ
পরপুরুষের কাছে নিজের রুপ যৌবন
বিলিয়ে দেওয়ার চিন্তায় মশগুল থাকে ?
মাইক ধরে চিতকার করে সবাইকে চিয়ার
আপ করা, টিভিতে নিজের চেহারা দেখানো,
নারীলোলুপদের মনোরঞ্জনের পাত্র হওয়ার
মুল্যই কি তাদের কাছে অনেক বেশী।
এই সকল পথভ্রষ্ট মেয়েদের থেকে আমার খুব
জানতে হয়, তারা কি বিশ্বাস
করে না একসময় তাদের বুড়ি হতে হবে।
তাদের প্রধান সম্পদ এই রুপযৌবন
সারাজীবন থাকবে না। এই সম্পদ শেষ
হয়ে এলে আজ যারা তাদের পুজো করছে,
তাদের তখন হ্যাজাক বাতি দিয়েও
খুজে পাওয়া যাবে না।
আমাদের সমাজের অন্যতম একটি বৈশিষ্ট্য ;
ভাল, চরিত্রবান, সম্মানী ও পবিত্র
মেয়েদের উত্তম বিয়ে হয়। অর্থাৎ
বিয়ে দ্বারা মেয়েদের প্রকৃত
অবস্থা যাচাই করা হয়। যে সকল
মেয়েরা নিজেদের প্রগতিশীল
বলে দাবী করেন তাদের একটি সত্য
কথা বলি, বেশিরভাগ সময় কিন্তু আপনাদের
বিয়ের বয়স পার হয়ে গেলেও আপনাদের
বাবা মা আপনাদের বিয়ে দিতে পারেন
না। কথিত সুশীলগণ আপনাদের বাহ্যিক
ভাবে যতই সম্মান দেখাক না কেন,
সাধারণ মানুষেরা কিন্তু আপনাদের
সাথে রাস্তার মেয়েদের কোনো পার্থক্য
খুজে পান না। অপরদিকে আপনারা যেই
ছাত্রীসংস্থার মেয়েদের অসম্মান
করে থাকেন, সবচেয়ে ভাল ছেলেদের
সাথে উত্তম বিয়েই কিন্তু তাদের
হয়ে থাকে। সেসব মেয়েদের
বিয়ে নিয়ে তাদের মা বাবার কিন্তু
বেশী চিন্তা করা লাগে না।
কথিত নারীস্বাধীনতার স্বীকার এইসকল
অসহায় মেয়েদের কাছে আমার অনুরোধ,
ভ্রান্তির এই মরিচিকার
পিছনে না ছুটে সময় থাকতে ইসলামের
ছায়াতলে আসুন। জীবনে প্রকৃত
শান্তি হয়তো পেয়েও যেতে পারেন।
*****
বিষয়: বিবিধ
১০৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন