বাংলাদেশ সোস্যাল ক্ল্যাব দুবাই'র প্রথম রক্তদান কর্মসুচি সফল আয়োজনের সুন্দর শুভ সূচনা

লিখেছেন লিখেছেন ইছমাইল ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৫৪:৪০ দুপুর



গত ২৪ সেপ্টম্বর দুবাই'র লতিফা হাসফাতালে বাংলাদেশ সোস্যাল ক্ল্যাব দুবাই'র প্রথম রক্তদান কর্মসুচি সম্পন্ন হয়েছে। দুবাই সরকারকে আমাদের তথা বাংলাদেশীদের ভালো কর্ম সম্পর্কে অবহিত করতে মূলত এই রক্তদান কর্মসুচি।

"BE A HERO IN YOUR BLOOD"এ শ্লোগানকে সামনে রেখে ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ সোস্যাল ক্ল্যাব দুবাই'র প্রথম রক্তদান কর্মসুচি। এ অনুষ্ঠানে দুবাই এবং শারজাহ থেকে অন্তত ৪০ জনের মত উপস্হিত ছিলেন। মনে একরাশ আনন্দ নিয়ে প্রবাসী বাংলাদেশীরা এই এতে অংশগ্রহন করেন। স্হানীয় সময় বিকেল ৪.৩০ থেকে রক্তদান কর্মসুচির শুরু হওয়ার কথা থাকলে ও বিকাল ৪ টা থেকে রক্তদানে ইচ্ছুক ভাইয়েরা হাসফাতালে আসতে শুরু করেন। উপস্হিতি অনেক হলে ও সবাই রক্ত দিতে পারেন নি। ২৫ জন ভাই WHOLE BLOOD রক্ত দিতে পেরেছেন এবং ১১ জনের রক্তদান আবেদন বাতিল করেছে Dubai Health Authority। যারা রক্ত দিতে পারেন নাই তাদের কারো Hemoglobin কম আবার কারো Blood Pressure বেশি ছিলো ,( আমি রক্তদান কর্মসুচির প্রথম রক্ত দাতা হিসেবে অনূষ্ঠানের কার্যক্রম শুরু করলে ও Blood Pressure বেশি থাকায় রক্ত দিতে না পারায় সত্যি খুব খারাপ লেগেছিলো)।

সর্বোপরি কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সুন্দর ভাবে রক্তদান কর্মসুচি সম্পন্ন হয়েছে।এ কার্যক্রমের মূলে যার অবদান সবচেয়ে বেশি ছিলো, তিনি সকলের প্রিয় জনাব নওশের আলি, তাছাড়া ও উপস্হিত সবাই ছিলেন খুবই তৎপর যাদের উপস্হিতি মুলত রক্তদান কর্মসুচিকে সফল করেছে।

এর মাধ্যমে দুবাই সরকারকে আমরা জানাতে সক্ষম হয়েছি, বাংলাদেশীরা যে ভালো কাজ করতে পারে এটাই তার বড় প্রমান।

Ismail.



Dubai, U.A.E।

বিষয়: আন্তর্জাতিক

৯০৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

269556
২৮ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:৩৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বাংলাদেশীরা যে ভালো কাজ করতে পারে এটাই তার বড় প্রমান। ধন্যবাদ, অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File