দুবাইতে বাংলা বর্ষবরণ

লিখেছেন লিখেছেন ইছমাইল ১৪ এপ্রিল, ২০১৫, ০৯:৪৭:৩৬ রাত





সংযুক্ত আরব আমিরাতে দুবাইর বুর্জ খলিফার পাদদেশে মঙ্গলবার সূর্য উঠার সঙ্গে সঙ্গে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান শুরু হয়।

দুবাইতে নিযুক্ত কন্সাল জেনারেল মাহমুদুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। বুর্জ খলিফায় একদিন আগে ঘোষিত এই আয়োজনে ভোর হওয়ার আগ থেকে লোকজন আসা শুরু করে, সূর্য উঠার পর পরই এসো হে বৈশাখ এসো এসো দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়, তার পরই স্বাগত বক্তব্যে রাখেন দুবাইতে নিযুক্ত মহামান্য কন্সাল জেনারেল জনাব মাহমুদুর রহমান, নানা বয়সের, নানা শ্রেণী-পেশার তরুণ-তরুণী, নারীরা এই আয়োজনে উপস্হিত ছিলেন, অনুষ্ঠানে দুবাইতে বাংলা অনলাইন ‘রেডিও বৃত্তের সমন্বয়ক আহমেদ ইখতেয়ার আলম পাভেল, আরামেক্সে কর্মরত জনাব সাইয়েদ জাফর আলম, বিডি লাইফ ইন ইউ এ ঈ এর পরিচালক জনাব শফিউল আজম ওপু সহ একঝাক তরুন উপস্হিত ছিলেন।

বিষয়: বিবিধ

১২৬৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

314965
১৪ এপ্রিল ২০১৫ রাত ০৯:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইসমাইল ভাই বলেনতো আমি যদি শুকনো মরিচের পরিবর্তে কাচা মরিচ এবং ইলিশের পরিবর্তে পুটি মাছ দিয়ে পান্তাভাত খাই আমার কি বৈশাখী পালন হপে???
১৫ এপ্রিল ২০১৫ সকাল ০৬:৪১
256062
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : না, আপনাকে আরবী খেজুর এবং রাসুলের হাদীস মোতাবেক উটমূত্র পান করে আল্যার হিজরী সাল পালন করুন। ধন্যবাদ
১৫ এপ্রিল ২০১৫ রাত ০৯:৩২
256211
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : মানুষ হবি না কখনো বেয়াদব @মায়াবন বিহারিণী হরিণী
314989
১৫ এপ্রিল ২০১৫ রাত ১২:১৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : গানের সাথে গানের কি সম্পর্ক? অশুভ বরণ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File