কোরবানি

লিখেছেন লিখেছেন আশ্রয়হীন সপ্নের পাখি ২৮ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:১৪:৪১ সন্ধ্যা

আসন্ন ঈদকে ঘিরে আমরা কত কিছু করতেছি। নতুন নতুন জামা কাপড় কিনতেছি। বাজার সদাই করতেছি। খাবারের কমতি থাকতে পারবে না। লিস্ট তৈরি করে কিনতে হবে, কোন কিছু যেন বাদ না পরে।

বিশেষ করে গরু ভালো কিনতে হবে। ভাল গরু কিনতে না পারলে মান-সম্মান বলতে কিছু থাকবে না। গত বছর সে আমার থেকে ভালো কোরবানি দিয়েছে। তাই আমাকে যেভাবেই হোক তার থেকে ভালো কোরবানি করতে হবে।

বর্তমানে আমাদের কাছে কোরবানি যেন একটা প্রতিযোগিতা। কে কার থেকে বড় কোরবানি করবে। বড় কোরবানি না করতে পারলে সমাজে মুখ দেখাতে পারবে না। তাই দেনা করে হলেও বড় কোরবানি করতে হবে।

আমার প্রশ্ন হল, কোরবানি কি বড় দেখে পশু জবাই করা? ঈদের দিন শুধু গোশত কাটা? গরীবদের হ্বক না দিয়ে দুরদুর করে দেয়া? গোসতকে প্যাকাটে করে ফ্রীজে রাখা? কোরবানির পশু ক্রয় নিয়ে প্রতিযোগিতা করা?

না, কোরবানি হলো মহান আল্লাহ পাকের একটি হুকুম। অর্থাৎ প্রতি বছর জিলহজ্ব মাসের ১০ম তারিখ থেকে তিন দিনের মধ্যে একমাত্র আল্লার উদ্দেশ্যে হালাল পশু উৎসর্গ করা। এখানে নিয়তের বিন্দু পরিমান গরমিল হলে কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। বর্তমানে দেখা যাচ্ছে যে, ৯৯% মানুষের কোরবানি ঠিক মতো আদায় হচ্ছে না। কারণ, কোরবানির শরীকদের মধ্য থেকে যদি একজনের মনে চুল পরিমান অসন্তোষ থাকে তাহলে এই কোরবানি হবে না।

তাই আমাদের শরীক নির্বাচনে খুব সচেতন থাকতে হবে। যথা সম্ভব একাকী কোরবানি দেয়ার চেষ্টা করব। গরীবদের ও আত্মীয় স্বজনদের হ্বক পূর্ণভাবে আদায় করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।

♥আমীন♥

বিষয়: বিবিধ

১০১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File