ডিজি-টাল, কাব্য-০১
লিখেছেন লিখেছেন স্বপ্নবাজের স্বপ্ন ২৬ জানুয়ারি, ২০১৩, ১১:৩২:৫৯ রাত
ডিজিটালের খাঁচায় বন্দি
আমার সোনার দেশ
বেশ্যা’র দালাল হেসে বলে
চলছে বাংলা বেশ!!
চামচা ঘেরা মসনদে ঐ
বসেন দেশের কর্তা
আমরা যারা ম্যাংগো পিপল
হচ্ছি কেবল ভর্তা!!
খুন হচ্ছে দিন-দুপুরে
গুম হয়ে যায় রাতে
দেশপ্রধান কয় আছেন ভাল
খাচ্ছেন দুধে-ভাতে!!!
দিনে দশটা খুন হলেও
বিচ্ছিন্ন সব ঘটনা
দেশের সম্মান ক্ষুন্ন করতে
চলছে এসব রটনা!!
বিশ্বব্যাংকের অভিযোগে
পদ্মা সেতু বন্ধ
মন্ত্রী বলেন একজন মানুষ
লাগাইছে এই দ্বন্দ!!!
সন্ত্রাসী আর খুঁনীদেরকে
দিচ্ছেন সরকার মুক্তি
একটু ভেবে বলুন সবাই
পাচ্ছেন কোন যুক্তি??
………………………………
স্বপ্নবাজের স্বপ্ন
১৮’ ডিসেম্বর-২০১২ইং
বিষয়: সাহিত্য
১৩০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন