ফাঁসি চাই...প্রহসন নয়............

লিখেছেন লিখেছেন স্বপ্নবাজের স্বপ্ন ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:১৩:৪৭ রাত

*** এই অখাদ্য কাদের মোল্লা নামক হায়নার বিচারের রায়ের পর লিখেছিলাম। আমার ল্যাপটপ ডাক্তারের কাছে বলে পোষ্ট করা যায়নি। অনুরোধ কোন দলীয় সিল আমাকে মারবেন না দয়াকরে।

.................................................................

কাদের মোল্লা'র বিচার দেখে

দুঃখেও সবাই হাসি

সাজা হলো যাবত জীবন

হবার কথা ফাঁসি!!

মোল্লা-বাচ্চু চুনোপুটি

এদের হলো সাজা

খুশিতে তাই আজম-সাঈদী'র

নামাজ হইলো কাযা!!

রাঘোব বোয়াল জেল হাজতে

বহাল আছেন সুখে

বিচারের রায় দেখে হায়নার

মুচকি হাসি মুখে!!

নাটের গুরু গোলাম আযম

নিজামী ও আ.গা. চৌ

মহাখুশি হাড়ামীর দল

খাচ্ছে খাঁটি মৌ!!

টুপি বিহীন মুজাহীদি

মুখ ভরা তার দাড়ী

যায়না গোনা ৭১ এ

লুটছেন নারী-বাড়ী!!

পাকি সেনার গোলাম ছিলেন

গোলাম আজম নামে

যায়না বোঝা দেখলে তারে

করছে কোটি আকাম!!

মুখোস পরা হায়নার দল

পাক সেনাদের জারজ

সময় এখন কঠিন শাস্তির

ফাঁসি দেয়া ফরজ।

৭১'এর হায়না গুলোর

বাংলায় কেনো ঘাঁটি?

চলুন সবাই ধুয়ে-মুছে

বাংলা করবো খাঁটি।।

..............................................

.............................................

স্বপ্নবাজ

৬'ফেব্রুয়ারী-২০১৩ ইং

ঢাকা।

বিষয়: বিবিধ

১৩৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File