আপনাদের Windows7 বানিয়ে ফেলুন Windows8, Android, linux, iOS, Zune এমনকি ubuntu!

লিখেছেন লিখেছেন বাংলার তেীহিদ ২৬ জানুয়ারি, ২০১৩, ১১:৫৯:০৬ রাত

পরকরুনাময় আল্লাহপাকের নামে শুরু করছি।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আসেন। আজ আমি নিয়ে আসেছি কিভাবে আপনার উইন্ডোজ ৭ কে কিভাবে বানিয়ে ফেলবেন Windows 8, Android, linux, iOS, Zune এমনকি ubuntu! অনেকেই হয়ত জিনিসটা জানেন। যারা জানেননা তাদের জন্য আমার এই টিউন। জিনিসটা পেয়ে তো আমি মহা খুশি। খুব সহজেই Windows7 এর চেহারা পাল্টে বানিয়ে ফেলা যায় Windows8! এমনকি XP, Vista পর্যন্ত! তাও আবার কোন ঝামেলা ছাড়া! মাত্র একটা Screenpack ইন্সটল দিয়া! তাইলে আসেন শেয়ার করি

এই কাজটি করতে আপনের যা করন লাগব তা হইলhttp://www.skinpacks.com/ এই সাইট এ গিয়া বিভিন্ন skinpack থাইকা নিজের পছন্দেরটা ডাউনলোড করে তা ইন্সটল করা! কাজ হয়ে গেল। ইন্সটল করার পর আপনের পিসি টা রিস্টার্ট করেন আর দেখেন তেলেসমাতি! আপনার পিসি এর পুরা চেহারাই পাল্টে গেছে! এরপর এটা নিজের মত করে কাস্টমাইজড করে নিতে পারেন। আর যদি পুরনো Windows7 থিমে ফিরে যেতে চান তাইলে personalise এ গিয়া theme টা পরিবর্তন করলেই চলবে। তাছাড়া skinpack আনইন্সটলও করতে পারবেন প্রচলিত নিয়মে। এই সাইট এ বেশ কয়েক রকমের কাস্টম স্কিন পাবেন। সবগুলাই অসাধারন।

আরে জানতে যেতে পারেন

http://www.bdsolve.blogspot.com

বিষয়: বিবিধ

১১০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File