স্বপ্ন-০২

লিখেছেন লিখেছেন স্বপ্নবাজের স্বপ্ন ২২ জানুয়ারি, ২০১৩, ১১:২০:২৯ রাত



হরেক রকম স্বপ্ন বেঁচি

আমি স্বপ্নের ফেরিওয়ালা

ঘুরে বেড়াই পথে পথে আমি

কাঁধে স্বপ্নের ঝোলা।

যুবকের চোখে হতাশার ছবি

প্রেমিকার চোখে জল!

ঝোলা খুলে বলি খুঁজে'নে স্বপ্ন

বাড়বে বুকের বল।

হরেক দেশের হরেক মানুষ

হতাশা চোখে স্বপ্নে’র ফানুষ

ঝোলা খুলে বলি বেছেনে খোকন

স্বপ্ন দেখার তুই তো মানুষ। ।

————————————

স্বপ্নবাজের স্বপ্ন

টি এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয়

তারিখ ভুলে গিয়েছি….

বিষয়: সাহিত্য

১০৩১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File