আমি ভাল নাই, আপনি ভাল আছেন তো

লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ১৫ জুন, ২০১৪, ০৫:৫১:৩৯ বিকাল

দেশে কি যে হচ্ছে বুঝতে পারছি না। সবাই কেন জানি গুমোট হয়ে আছে। বিস্ফোরনের পূর্ব লক্ষণ কি না জানিনা। দেশে একটা সরকার আছে সেটাও বিশ্বাস করা কষ্টকর বলে মনে হচ্ছে। বিরোধীদল তো দেশে নাইই। জনগনের পৃষ্ঠপোশক হবে এমন কেউই যেন আমাদের এই দেশে এখন আর বাস করে না! কারো জীবনের কোন নিরাপত্তা বলতে কিছু নেই। কেউ যদি সকালে ঘর থেকে বের হয় তাহলে তিনি রাতে বাড়িতে ফিরতে পারবেন কি না তা নিশ্চিত করে বলা যায় না। আর রাতে নিজ ঘরে ঘুমাতে গেলে সকালে তাকে আর জীবিত দেখা যাবে বলে মনে করারও কোন কারন নাই।

সরকার এখন খুনিদেরই পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। সাধারণ মানুষের যাওয়ার কোন জায়গা খুঁজে পাওয়া অনেকটা দুষ্কর।

খেতে গেলেও বিষ মিশ্রিত (ফরমালিন যুক্ত) খাবার সামনে এনে দিচ্ছে। এই ফরমালিন যেন এখন একেবারে ছেলেখেলা হয়ে গেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীও এখন এই ফরমালিন ব্যবহার করেন বিরোধীদলকে বাঁচিয়ে রাখার জন্য! যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী ফরমালিন জাতীয় বিষ ব্যবহার করেন সেখানে অন্যরা যে খুব সহজেই তা ব্যবহার করবে তা তো আর বলার অপেক্ষা রাখে না।

ছোট-খাট পটকাবাজীর কারনে আজকে দেশের মানুষকে পুড়িয়ে মারা হচ্ছে! সরকারের কোন কাজের বিরোধীতা করবে এমন সাধ্য মনে হয় দেশের কারো নেই। মানুষের বুকের ছাতি মনে হয় এক হাত থেকে এক আঙ্গুলে নেমে এসেছে।

যুব সমাজ এই সব অন্যায়ের প্রতিবাদ জানানোর কথা কিন্তু তাদেরকেও নেষায় ডুবিয়ে রাখা হয়েছে, সবগুলো মিলিয়ে আমি ভাল নাই, আপনি ভাল আছেন কি না জানতে খুব ইচ্ছা করে।

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

235151
১৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫৫
নিউজ ওয়াচ লিখেছেন : ভাবি ভালো?
১৫ জুন ২০১৪ বিকাল ০৫:৫৮
181748
মোঃ আবু তাহের লিখেছেন : ভাল আছে আলহামদুলিল্লাহ।
235200
১৫ জুন ২০১৪ রাত ০৮:০০
সন্ধাতারা লিখেছেন : It is difficult to get peace in this suffocative environment. Janakallah khairan.
২২ জুন ২০১৪ বিকাল ০৪:১৭
184114
মোঃ আবু তাহের লিখেছেন : শুকরিয়া
235210
১৫ জুন ২০১৪ রাত ০৮:৩০
মেঘ ভাঙা রোদ লিখেছেন : ভালো না থাকারই কথা। জামাত শিবিরের উপ্রে যে টর্চার যাচ্ছে।
২২ জুন ২০১৪ বিকাল ০৪:১৯
184115
মোঃ আবু তাহের লিখেছেন : শুধু কি জামায়াত-শিবির, আজ তো দেশের প্রায় প্রতিটি মানুষই এই টর্চারের শিকার।
235211
১৫ জুন ২০১৪ রাত ০৮:৩২
রাকিব.ই.সুমন লিখেছেন : ভাল নেই ভাই..।
২২ জুন ২০১৪ বিকাল ০৪:১৯
184117
মোঃ আবু তাহের লিখেছেন : তাইতো হওয়ার কথা।
235297
১৬ জুন ২০১৪ সকাল ০৫:২৪
ইবনে হাসেম লিখেছেন : ভালো নেই, যদিও বিদেশে আছি অনেক দিন। কারণ দেশ তো এখন আর সরকার চালায় না, দেশ চালায় গডফাদারদের গডমাদার
২২ জুন ২০১৪ বিকাল ০৪:২০
184118
মোঃ আবু তাহের লিখেছেন : একদম ঠিক কথা বলেছেন ভাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File