শিতলক্ষ্যার বিচার হওয়া দরকার
লিখেছেন লিখেছেন মোঃ আবু তাহের ০১ মে, ২০১৪, ০৯:২৯:০৯ রাত
আজকে কয়েকজন পুলিশকে বলা বলি করতে শুনলাম। তারা একজন আরেক জনকে বলছেন- সন্ত্রাসীদেরতো আর বিচার হবে না, যেহেতু লাশগুলো শিতলক্ষ্যা নদীতে পাওয়া গেছে সেহেতু সেই নদীর বিরুদ্ধে মামলা করা দরকার। নদীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার যে তার ভিতরে লাশ পাওয়া গেল কেন।
পুলিশরা বলছেন যে, পুলিশ যানে না এমন কোন বিষয় নাই- সাগর-রুনিকে কারা হত্যা করেছে সেটাও পুলিশ জানে, কিন্তু বলতে মানা। এভাবে বেশ কিছু ক্ষোভের কথা তার জানালেন আর আমি তাদের কথায় শুধু সম্মতি দিয়েই চলে আসলাম।
একটু খেয়াল করুন। বিষয়গুলো আর সাধারণ মানুষের মধ্যে সীূমাবদ্ধ নাই বরং সরকারের এই ন্যাক্কারজনক কাজ দেখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা পর্যন্ত অতিষ্ঠ। আজকে যেখানে-সেখানে লাশ পাওয়া যাচ্ছে। কাউকে কিছুক্ষন মোবইলে পাওয়া না গেলেই পরিবার চিন্তায় পড়ে যান যে তার সন্তান মনে হয় আর নাই- গুম হয়ে গেছে। যদি একদিন কোন খোঁজ না থাকে তাহলে পরিবারের নির্ঘাত বিশ্বাস জন্মে যায় যে কোন নর্দমায় হয়তো তার ছেলের লাশ পাওয়া গেলেও যেতে পারে!
এই সকল বিষয় যদি পুলিশকে আবার জানাতে যায় কোন পরিবার তাহলে কোন এক অজ্ঞাত কারনে তাদের কোন অভিযোগও পুলিশ গ্রহণ করে না, এই হলো বর্তমানে আমাদের সোনার বাংলাদেশের অবস্থা!
বিষয়: বিবিধ
১১৬৭ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন