প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী বন্ধুদের জন্য সাম্প্রতিক সাধারণ জ্ঞান-২

লিখেছেন লিখেছেন আবু আশফাক ৩১ মার্চ, ২০১৩, ০৪:০৮:১৫ বিকাল

সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক বন্ধুদের সাম্প্রতিক সাধারণ জ্ঞান বিষয়ে ধারণা দিতেই আমার ক্ষুদ্র প্রয়াস। যদি আশানুরূপ সাড়া পাই তাহলে এভাবে চলতেই থাকবে ইনশাআল্লাহ।

১. ভেনিজুয়েলার বিপ্লবী নেতা 'হুগো শ্যাভেজ মারা যান কবে?

ক. ৫ মার্চ ২০১৩+

খ. ১১ মার্চ ২০১৩

গ. ১৫ মার্চ ২০১৩

ঘ. ২২ মার্চ ২০১৩

২. সম্প্রতি ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী কর্তৃক প্রকাশিত তথ্যমতে দেশের কত ভাগ মানুষ ইন্টারনেট ব্যবহার করে?

ক. ২৭ ভাগ+

খ. ৩৭ ভাগ

গ. ৪৭ ভাগ

ঘ. ৫৭ ভাগ

৩. চেক প্রজাতন্ত্রের ইতিহাসের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত প্রেসিডেন্টের নাম কী?

ক. মিলোস জিম্যান+

খ. জোসেফ মাসকাট

গ. আলী লারায়েদ

ঘ. মারিন রাইকভ

৪. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক জামাল নজরুল ইসলাম কবে ইনতিকাল করেন?

ক. ৪ মার্চ ২০১৩

খ. ১১ মার্চ ২০১৩

গ. ১৫ মার্চ ২০১৩+

ঘ. ২৫ মার্চ ২০১৩

৫. মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোঃ আব্দুল জলিল এমপি সম্প্রতি কবে ইনতিকাল করেন?

ক. ৪ মার্চ ২০১৩

খ. ৬ মার্চ ২০১৩+

গ. ১৫ মার্চ ২০১৩

ঘ. ২৫ মার্চ ২০১৩

৬. এইচআইভি থেকে বিশ্বের প্রথম শিশু হিসেবে কোন দেশের একটি মেয়ে শিশু সম্প্রতি সম্পূর্ণ সুস্থ্য হয়ে উঠে?

ক. জার্মানি

খ. ইতালি

গ. যুক্তরাষ্ট্র+

ঘ. রাশিয়া

৭. বিখ্যাত টাইম ম্যাগাজিনের প্রথম ভারতীয় সম্পাদক হিসেবে সম্প্রতি যিনি নিয়োগ পেয়েছেন তার নাম কী?

ক. ববি ঘোষ+

খ. অঞ্জন ঘোষাল

গ. মিলোস জিম্যান

ঘ. রঞ্জিত দাস

৮. চীনের নতুন প্রধানমন্ত্রীর নাম কী?

ক. লি কেকিয়াং+

খ. ওয়েন জিয়াবাও

গ. নেইল হেউড

ঘ. শি জিনপিং

৯. কত তারিখে আর্থ আওয়ার দিবস পালিত হয়?

ক. ১১ মার্চ

খ. ১৪ মার্চ

গ. ১৮ মার্চ

ঘ. ২৬ মার্চ+

১০. আন্তর্জাতিক মানের সেবা প্রদানের মানদণ্ডে বিশ্বের সেরা পাঁচটি বিমানবন্দরের মধ্যে কয়টি ভারতে অবস্থিত?

ক. একটি

খ. দুইটি

গ. তিনটি+

ঘ. চারটি

বিষয়: Contest_mother

২২৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File