কারা মসজিদে পিন্টু ভাইয়ের জিলাপি খাওয়ানো
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৪ মে, ২০১৫, ১১:৩২:০৭ সকাল

৩০ জানুয়ারি ২০১৫ তারিখ জুমআ বার। হঠাত বলা-কওয়া ছাড়াই পুলিশ মামাদের বিশেষ আদরে আমি তখন কেন্দ্রীয় কারাগারের মেডিকেল-৪ এ। কারগারে প্রথম জুমআ আদায়ের জন্য লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ভাইয়ের সাথে কারা মসজিদে জুমআ আদায় শেষে দেখলাম গেটে জিলাপি বিলানো হচ্ছে। ইরান ভাই বললেন- নাঈম ভাই, যে ছেলেটা জিলাপি বিলোচ্ছে সে আমার ভক্ত। যান জিলাপি নিয়ে আসেন। কারা মসজিদে জিলাপি বিলানো হচ্ছে! নতুন হওয়ায় ইরান ভাইকে প্রশ্ন করলাম। তিনি বিএনপির এক নেতাকে জিজ্ঞাসা করে যা জানলেন তা হলো- বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো'র জন্য দুআ উপলক্ষ্যে নাসির আহম্মেদ পিন্টু এ ব্যবস্থা করেছেন। (এরপর অবশ্য আমাদেরকে বিরিয়ানিও খাইয়েছিলেন।) দেখলাম পাশেই পিন্টু ভাই অন্যান্যদের সাথে কথা বলায় ব্যস্ত। তখন আগ্রহী হয়ে পিন্টুর সাথে হাত মিলানোর জন্য এগিয়ে গেলে তিনি শুধু হাত নয় বরং গলা মেলালেন। জিজ্ঞেস করলেন- কেমন আছেন, কোথায় থাকছেন ইত্যাদি। এরপর ইমাম সাহেব সমভিহারে ইরান ভাইসহ কয়েকজন মিলে জিলাপি খেলাম। এর পর একদিন নিজেদের ওয়ার্ডে (মেডিকেল-৪) এসে বিকেলে বসে আছি, দেখি জনাব নাসির উদ্দিন পিন্টু, সাবেক মন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও মোসাদ্দেক আলী ফালু'র আগমন। এসে বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের খোজ-খবর নিলেন। এরপর তারা তিন জন আমাদের সাথে প্রায় ঘণ্টা খানেক আড্ডা দিয়ে চলে গেলেন।
এরপর একদিন তিনি আমাদের ওয়ার্ডে এসে একদিন আড্ডা মেরে ক্যান্টনমেন্ট থানা সভাপতি আজমত আলী মাতবরসহ আমাদের ৪/৫ জনকে দাওয়াত দিলেন। দাওয়াত খাওয়ার দিন আসার আগেই জানলাম তারেক সাঈদের (নারায়ণগঞ্জের সেভেন মার্ডার) সাথে এক ঝামেলার কারণে তাকে নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। তখন তাকে যথেষ্ট আত্মবিশ্বাসী ও সুস্থ্য মনে হয়েছিল।
সে যা-ই হোক, জনাব পিন্টু ভাই আজ নেই। তিনি রাজশাহী কারাগারে ইন্তেকাল করেছেন। 
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পিন্টু ভাইকে বেহেশত নসীব করুক।
বিষয়: বিবিধ
১৯৪৯৬ বার পঠিত, ২৭ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
সত্যিই একজন বড় আলেমের স্ট্যাটাস পড়ে আমারো মন থেকে তার জন্য দোয়া চলে এসেছে ।
আল্লাহ তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিন।
আমীন ইয়া রব্ব।
আপনার কুরবানীকেও মহান রব দ্বীনের জন্য কবুল করে নিন। আমিন
মন্তব্য করতে লগইন করুন