অল অ্যাবাউট দ্য চিলড্রেন গ্রুপে আমন্ত্রণ
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১২ অক্টোবর, ২০১৪, ০৯:০৬:২৫ সকাল
কত্ত খুশি মামনুন সোনা
দোলনায় দুলে মজেছে
লাবীব সোনা পাশে বসে
খুশির কারণ খুঁজেছে।
দোলনায় দুলছে লাবীব-মামনুন
ছুটির দিনে রমনাতে সে
বাবার সাথে খেলতে যায়
নানান রকম খেলনা পেয়ে
দুভাই মিলে মগ্ন রয়।
এমন খুশি চাইলে তুমি
মামনুন সোনার সঙ্গী হও
অল অ্যাবাউট চিলড্রেন গ্রুপে
বাবার সাথে অংশ নাও।
ছুটির দিনে দেখতে পাবে
বন্ধু তোমার হাজার জন
দিনের শেষে দেখবে তুমি
কেমন খুশি তোমার মন!!
অল অ্যাবাউট দ্য চিলড্রেন গ্রুপের ঈদ পুনর্মিলনী
প্যারেন্টস যারা সোনামনিদের
খুশির ফোয়ারায় দেখতে চান
অল অ্যাবাউট চিলড্রেন গ্রুপে
তাদের নিয়ে চলে যান।
ALL ABOUT THE CHILDREN BY SYED MONZOOR IMAM
বিষয়: বিবিধ
১৫৬৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আহ! কি যে মিস করছি।
মন্তব্য করতে লগইন করুন