আড্ডা পোস্ট আঞ্চলিক ভাষায় গ্রাম্য শ্লোক/খনার বচন
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৪ সেপ্টেম্বর, ২০১৪, ০১:০৬:৩৪ দুপুর
আমরা কথার ছলে অনেক সময় অনেক উদাহরন দেই শ্লোকের মাধ্যমে, এটাকে আমরা সাধারণত আঞ্চলিক প্রবাদ-প্রবচন বলে থাকি। কতগুলোকে আবার বলা হয় খনার বচন। তবে খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া বা শ্লোক। অনেকের মতে খনা নাম্নী জ্যোতির্বিদ্যায় পারদর্শী এক বিদুষী বাঙালি নারীর রচনা এই ছড়া বা শ্লোকগুলো। তবে এ নিয়ে মতভেদ আছে। অজস্র খনার বচন যুগ যুগান্তর ধরে গ্রাম বাংলার জন জীবনের সাথে মিশে আছে।
একই প্রবাদ একেক অঞ্চলে একেক ভাষায় প্রকাশ করা হয়। শ্লোকগুলো শুনতেও শ্রুতিমধুর আবার আভ্যন্তরীন ভাবও বেশ শিক্ষনীয়। তাই আসুন আজকের আড্ডায় আমরা নিজ নিজ এলাকায় প্রচলিত প্রবাদ নিয়ে খুনসুটিতে মেতে উঠি। আমি আমার এলাকায় প্রচলিত কয়েকটি শ্লোক উপস্থাপন করছি। যারা নিজেদের এলাকায় প্রচলিত শ্লোক জানেন তারা নিয়ে উল্লেখ করুন। শ্লোকের সাথে সাথে সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে ভুলবেন না। তবে যেগুলো স্বাভাবিকভাবেই বোঝা যায় সেগুলো ব্যাখ্যা না দিলেও চলবে।(যেমন- বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। এটার ব্যাখ্যা লাগে?)
চলতে থাকুক প্রবাদ-প্রবচন-
“ বিদেশে বিবাসে যদি পূত্র মারা যায়।
দেশে না জানিবার আগে জানে কেবল মা-য়।”
(সন্তানের প্রতি মায়ের আত্মিক টান)
“কার দইল্ল্যাদে খাওগো বান্দি ঠারহ্যান চিন না।”
(যার জন্য বহাল তবিয়তে আছ তাকেই চিন না।)
“আপনের চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো।”
(এটা আবার আমার এক বন্ধু এভাবে বলতো- আমনাত্তোন হর ভালা, হরেরতন জঙ্গল ভালা।)
“মায়ে কয় ঝিয়ের গুন,
গোয়ালে কয় ঘিয়ের গুন।”
(নিজের জিনিস কেউ খারাপ বলে না।)
“খায় দায় চানমিয়া, মোটা হয় জব্বর।”
(একজনে শ্রম দেয় অন্যজন উপকার ভোগ করে।)
“লাও (নেৌকা) কিন ভাগে,
কুড়াল কিন আগে।”
(যৌথ কারবার বিভক্ত হবার সম্ভাবনা বেশি।)
“ভোটের পরে ফস করে না।”
(এর মানে হল কোক, সেভেন আপ, স্প্রাইট এই ধরনের কোমল পানীয়র বোতল খুললে এক ধরনের শব্দ হয়। ত নির্বাচনের আগে অনেক প্রার্থী এই ধরনের পানীয় খাওয়াই কিন্তু নির্বাচনের পর আর খাওয়া ত দূরে থাক তাদের দেখি মিলে না । তখন হয়ত পানি খাইয়েই বিদায় করে তখন বলে ভোটের পরে আর ফস করে না ।)
আমার স্টক শেষ। এবার আপনাদের পালা।
বিষয়: বিবিধ
৫৭৪৫ বার পঠিত, ১৫৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দিনে রোদ রাতে জল দিন দিন বাড়ে ধানের বল ।।
(দিনের বেলা প্রখর রোদ আর রাত্রে বৃষ্টি হলে ধানের জমি উর্বর হয় ও ধানের ফলন ভাল হয়।)
বাংলা অনুবাদ ঃ উপুড় হয়ে পড়ে প্রাণ যায়, সতীনে বলে শালুক (শাপলা ফুল) খায়।
মর্মার্থ ঃ পুকুর ঘাটে গিয়ে এক সতীন পিছলে পড়ে যাচ্ছিল। তা দেখে অপর সতীন সহযোগিতা করা তো দূরের কথা উল্টো দাবি করে যে আগের সতীন শাপলা ফুল খাওয়ার জন্য পুকুরে নেমেছে।
বেহেই ভাবী।
মমার্থ : দরিদ্র মানুষকে সকলেই ব্যবহার করতে চায়।
আপনার জন্য ঝাল মুড়ি ও কফি ।
নিয়ে গেলেন ফেরারী
-ঠকবাজদের একটি কৌশল।
“অইব পোলা ডাকব বাপ, তবে পুড়াইব মনের তাপ”
(হইবে ছেলে ডাকবে বাপ,তবে পূড়াবে মনের তাপ)
আশা করলাম মুল্লুক জোড়া , ভাত দিল বেগুন পুড়া ।
আশার চেয়ে পাওয়া যখন নিত্যান্ত কম হয় ।
অসাধারণ! স্টক বাড়লো।
বাংলা অনুবাদ ঃ বিদেশীদের নারী, ফ্যাশনের দাড়ি, খাল/নদী পাড়ের বাড়ি আর পাহাড়ের গরু - এই জাতীয় জিনিস এই আছে এই নাই হতে পারে।
পাকলে করে ঠাশ ঠাশ।
(যথা সময়ে সন্তানদের সঠিক দিক নির্দেশ না দিলে পরে পস্তাতে হয়।)
ব্যাখ্যাঃদৃষ্টির সীমানায় কোন কিছু রেখে দূরে কোথাও খুঁজে বেড়ানো|
ধন্যবাদ|
ঠাডা হড়ি বগা মরে
হৈরা বেডা কেরামতি ঝাড়ে।
অর্থঃ ঝড়ে বক মরে,
ফকিরের কেরামতি বাড়ে।
ভালার লগে চলে,
খায় বাটার পান,
বুরার লগে চলে,
কাটে দুই কান।
ভাবার্থ: মন্দ ভাল কেউ মন্দরূপে পরিনত করতে পারে।
কিন্তু জাত/ অজাত বিচার আপনি করবেন কিভাবে ।
কারন ,
আলেমের ঘরে জালিম ও জালিমের ঘরে আলেমের জন্ম হচ্ছে অহরহ ।
তবে প্রতিমন্তব্যে’র ঘরে লেখা লাইনগুলো আমার নিজের, আমারই মনের কথা। তাই তুমি শুধু নিচেরগুলো পড়ো
[জাত চেনাটা আসলে খুবই দুরুহ ব্যাপার - (আখেরি জামানাতো) - তবুও যতটুক সম্ভব মা/বাবার পরিবার সম্পর্কে কিছুটা ধারনা থাকাটা উত্তম] আফরামণি
===
স্বরচিত
পাউরুটি আর ঝোলা-গুড়...
আড্ডা শেষে মনে করে করে চোখের পানি ফেলিয়েন।
জীবন আমার অন্ধকার
মোমবাতি বিনে!
খুঁজে চলছি তাকেই শুধু
আছে কোন খানে!
বিশ হাত করি ফাঁক,
আম কাঁঠাল পুঁতে রাখ।
গাছ গাছি ঘন রোবে না,
ফল তাতে ফলবে না।
ইমরুদাদা -
যে না বলতে পারবে, তার মাথায় ভাঙব আজ হাঁড়ি।
যার সাথে কথা নাই সে কেন হাসে
এটি সেই ছোট্ট বেলায় শুনেছি। কিন্তু এর অর্থ্ আজো জানতে পারি নি। কেউ পারলে ব্যখ্যা করুন।
যে না বলতে পারবে, তার মাথায় ভাঙব আজ হাঁড়ি।
কবিরাজের নিত্য জ্বর।
(ছৈয়াল-যে অন্যের ঘর তৈরি করে মানে মিস্ত্রি)।
বাও ভালা,
আগা ভালা না।
(রাও-ডাক, বাও-বাতাস, আগা-বিষ্টা)
ভাবার্থ : কারো সবদিক ভাল থাকেনা।
হৈকে চিনে মন্ডল।
(ঘাউয়া- ক্ষত ওয়ালা,হল- ফল, হৈকে- পাখী,মন্ডল- আমরুজ)
সারমর্মঃ মন্দ লোকের সর্বদা মন্দের সাথে যুক্ত হয়ে চায়। কাক যেমন ভাল ফল দেখেও ও খায়না।তার দৃষ্টি সব সময় আবর্জনার দিকে।
ধন্য রাজা পূণ্য দেশ
মাঘের শেষের বৃষ্টিপাতে রাজা ও দেশের কল্যাণ।
(অভিগ্ঘ্য লোক কে বুঝাইতে গেলে।)
তার নাম জহুরা।
ভাবার্থ : খারাপ স্বাস্থ্য চেহারাধারী মানুষের সুন্দর নাম।
একই অর্থ।
সুন্দরেতে মন ভুলে না মন ভুলে তার গুনে!
আমরা আমাগোরে ঘুম কামাই।
ভাবার্থ : একজন আয় করে, অন্যজন ভোগ করে।
(এগুলো মেইড বাই হারিকেন, তাই একটু কম সুন্দর হতে পারে)
তার আধা ধান, বিনা চাষে পান।
অর্থ: মূলার জন্য ষোলটি চাষ, তুলার জন্য আটটি চাষ, ধানের জন্য চারটি চাষের প্রয়োজন। তাতেই ভাল ফসল পাওয়া যায়। পানের জন্য চাষের প্রয়োজন হয় না।
পুতের নাম কারেন্ট।
(সামর্থহীন ফ্যাশন বুঝাতে)
চান্দ মড়লের বেয়াই।
(নব্য প্রভাবশালী)
এক চোরে বিয়া করে-
আরে চোরের শালি।
(দুষ্টলোকদের একতা বুঝাতে।)
ভাঙ্গা ঢোল বাজায় কত।
(নির্বোধ মানুষ মন্দ হলেও সে মন্দ প্রকাশ করতে লজ্জা পায়না।)
নদী থেইক্কা পানি আইন্না-
বাড়িত গোছল করে।
(অর্থহীন লজ্জা)
আসলে বোকা ভাব দেখায় সে খুব বুদ্ধিমানের ।
সত্যিকারের বুদ্ধিমান যে
প্রকাশ করে না সবখানে সে
যখনই সময় পড়বে এসে
দেখিয়ে দেবে দুনিয়াকে
তর পুটকি কানা।
(নিজের দোষ এড়িয়ে অপরের দোষ খুজা, আমাদের এলাকায় শব্দ গুলি এভাবেই ব্যবহ্রত হয়।)
এক চোরে বেয়া করে,
আর এক চোরের হালী।
(যার সঙ্গে যার মনের মিল।)
(মনের মিল থাকলে পথ মিলে যায়।)
ভাত দেয়ার মুরাদ নাই
কিল দেয়ার গোসাই।
(সম্পদহীন রাগী মানুষ।)
সাথে আরো ঢোলে বাড়ি"
একেতো নাচুনে বুড়ি
সাথে আবার..
উপস্থিত সকলের জন্য লাল গোলাপ শুভেচ্ছা
গাছগুণে গোটা।
(বাবার গুণে গুণান্বিত ছেলে।)
গাইগুণে ঘি,
মা গুণে ঝি ।
(মায়ের গুণে গুণান্বিত মেয়ে।)
গরীব দুধ খাইলে কয় ফেন খাছ ক্যান?
দেখে শুনে করো বিয়ে
জ্ঞানী মা দেখে।
রুপ নয় রং নয়
নৈতিকতা দেখে।
মেড বাই হারিকেন
@ভিশু ভাইয়া - ফলে গাছের পরিচয়
@পবিত্র আপ্পি - ব্যচলার হিসেবে জান্নাতে যেতে চাই না সঙ্গীনি+আমি একে অপরের হাতে হাতে ধরি ধরি যেতে চাই
হ্যারি আপনি যেই হোন
এই মুহূর্তে জবাব দিন...
অন্নেক মজাদার আয়োজন!
আসসালামু আলাইকুম! আড্ডা কি শেষ?
একটু চা-মুড়িও কি নেই?
হুম...মা নাই গৃহে যার, সংসার অরণ্য তাঁর!
প্রবাসে থাকলে সংসার তো অরণ্য হবেই।!!
শেষ হয়ে গিয়েছিল ভাইয়া আপনার জন্য নতুন করে নিয়ে আসলাম । একটু দাড়ান আমি মেখে দিচ্ছি ।
এত্তদিন পর আসলেন! সবাইকে শৈশবে পাঠিয়ে নিজে কি বিয়ে করতে চলে গেছেন?
প্রপিকে মিষ্টি নিয়েও আসছেন দেখি!
@আফরা: আপনাকেই বলে আসল বোন! আমার কাছে পাওয়া রইলেন!
@পবিত্র: শুধু বিয়ে আর বিয়ে! অন্য টপিক নেই বুঝি?
তার উপর প্রোপিকে মিষ্টি নিয়েও আসছেন দেখি!
তাই ধারণা করলাম......!
অন্নেকদিন পর আসলেন ব্লগে, নেন মিষ্টি খান!
কথাটা বলা হয় স্বামী স্ত্রীর মিল থাকলে দামী শাড়ি শুড়ি গহনার প্রয়োজন হয়না। সুখ এসে ঘর ভরে যায়।
ঝি বাচলে জামাই,
খাইয়া লইয়া কামাই।
(মেয়ে না থাকলে জামাই কোন আত্মীয় নয়।)
মন্তব্য করতে লগইন করুন