ব্লগীয় আড্ডা কি হারিয়ে যাবে? : আড্ডা পোস্ট দিতে চাই। মতামত কাম্য
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫৮:৩৯ দুপুর
এক সময় 'মিলন মেলা' নামে শিক্ষনীয় আড্ডা পোস্ট অনেক ব্লগারের কীবোর্ড চারনায় মুখরীত হয়ে উঠতো এসবি পরে টুডে ব্লগে। অনেক মজা করতাম আড্ডা দিতাম সবাই মিলে। সেটার পরে কিছুদিন বাকপ্রবাসের আবিষ্কৃত ছড়াড্ডা নামে চারণ কবিদের কীবোর্ড চালনায় বের হয়ে আসতো নতুন নতুন শ্লোক আর অসাধারণ সব ছড়া।
এছাড়া সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারিতে বাহার ভাইয়ের ব্লগীয় সমস্যা বিষয়ক আড্ডা পোস্টও মুখরিত করে নতুন করে। কিন্তু এরপর থেকে আর কোনো উল্লেখযোগ্য আড্ডা পোস্ট হয়েছে বলে আমার অন্তত জানা নেই।
সম্প্রতি ফেবুতে বাহার ভাই নতুন আঙ্গিকে আড্ডা পোস্টের মাধ্যমে ব্লগটাকে প্রাণবন্ত করতে কিছু প্রস্তাবনা রাখেন। সেখানে অনেকেই তার প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন। এদের মধ্যে কেউ কেউ সপ্তাহে দুদিন, কেউ একদিন আড্ডা পোস্ট দেয়ার মতামত ব্যক্ত করেন।
তারই সূত্র ধরে বলতে চাই- আসুন! আবার আমরা ব্লগীয় আড্ডায় মেতে উঠি, ব্লগটাকে প্রাণবন্ত করে তুলি। ভার্চুয়াল জগতের বন্ধুদের সাথে খুনসুটিতে একে অপরকে মধুবনে আমন্ত্রণ জানাই।
সর্বশেষ দু ছত্র
আসুন ভায়া আড্ডার নামে ব্লগিং করি শুরু
হারিয়ে যাওয়া বন্ধু ফেরাই যারা মোদের গুরু
ব্লগের আড্ডায় পেতাম আগে কত শত জন
তাদের সাথে এখন আবার আড্ডাতে চায় মন।
বিষয়: বিবিধ
২৭৭৩ বার পঠিত, ৫৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ ব্যাটা নাকি গাইতে গাইতে কাইন্ধা দিছে। ঘটনা কি হুনছেন নি?
আর ব্যাটায় গাইতে গাইতে কাইন্দ্যা ফালাইতে পারে। কারণ অন্যজন আর তার চেয়েও বেশি দেখাইয়া নাইচ্যা ফালাইচে কি না!!
শুরুটা হতে পারে, ব্লগিং ভাবনা-লক্ষ্য ও উদ্দেশ্য, লেখক হওয়ার জন্য আমার করণীয়, স্মরনীয় ও বরণীয়, ইত্যাদি বিষয় যা ব্লগারদের মাঝে ঐক্য গড়তে সাহায্য করবে।
ধন্যবাদ।
বিডি টাইম দুপুর ১টায় কি ?
হারিকেন রেস্টুরেন্ট থেকে কেনার অর্ডার দিলাম দেখি কখন আসে
ধদ্যবাদ আবু আশফাক ভাই, এগিয়ে যান- সাথে থাকবো ইনশাআল্লাহ...
কারণ, অযথা সময় কোন করা ঠিক নয়।
কোন একটা স্পেসিফিক টপিক নিয়ে।
উপরে একজন বলেছেন, ব্লগিং বা লেখক হওয়া নিয়ে আড্ডা দেওয়া যাইতে পারে....ঠিক এ রকম শিক্ষনীয় হতে হবে।
সেই সাথে একটু রস না থাকলে কি হয়?
আমার পেয়ারী দোস্ত লুকমান কই?
মন্তব্য করতে লগইন করুন