ব্লগীয় আড্ডা কি হারিয়ে যাবে? : আড্ডা পোস্ট দিতে চাই। মতামত কাম্য

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৩ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৫৮:৩৯ দুপুর

এক সময় ‌'মিলন মেলা' নামে শিক্ষনীয় আড্ডা পোস্ট অনেক ব্লগারের কীবোর্ড চারনায় মুখরীত হয়ে উঠতো এসবি পরে টুডে ব্লগে। অনেক মজা করতাম আড্ডা দিতাম সবাই মিলে। সেটার পরে কিছুদিন বাকপ্রবাসের আবিষ্কৃত ছড়াড্ডা নামে চারণ কবিদের কীবোর্ড চালনায় বের হয়ে আসতো নতুন নতুন শ্লোক আর অসাধারণ সব ছড়া।

এছাড়া সর্বশেষ এ বছরের ফেব্রুয়ারিতে বাহার ভাইয়ের ব্লগীয় সমস্যা বিষয়ক আড্ডা পোস্টও মুখরিত করে নতুন করে। কিন্তু এরপর থেকে আর কোনো উল্লেখযোগ্য আড্ডা পোস্ট হয়েছে বলে আমার অন্তত জানা নেই।

সম্প্রতি ফেবুতে বাহার ভাই নতুন আঙ্গিকে আড্ডা পোস্টের মাধ্যমে ব্লগটাকে প্রাণবন্ত করতে কিছু প্রস্তাবনা রাখেন। সেখানে অনেকেই তার প্রস্তাবে সম্মতি জ্ঞাপন করেন। এদের মধ্যে কেউ কেউ সপ্তাহে দুদিন, কেউ একদিন আড্ডা পোস্ট দেয়ার মতামত ব্যক্ত করেন।

তারই সূত্র ধরে বলতে চাই- আসুন! আবার আমরা ব্লগীয় আড্ডায় মেতে উঠি, ব্লগটাকে প্রাণবন্ত করে তুলি। ভার্চুয়াল জগতের বন্ধুদের সাথে খুনসুটিতে একে অপরকে মধুবনে আমন্ত্রণ জানাই।



সর্বশেষ দু ছত্র



আসুন ভায়া আড্ডার নামে ব্লগিং করি শুরু

হারিয়ে যাওয়া বন্ধু ফেরাই যারা মোদের গুরু

ব্লগের আড্ডায় পেতাম আগে কত শত জন

তাদের সাথে এখন আবার আড্ডাতে চায় মন।


বিষয়: বিবিধ

২৭৭৩ বার পঠিত, ৫৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

264510
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০০
প্রেসিডেন্ট লিখেছেন : তো হয়ে যাক ফাটাফাটি হাড্ডাহাড্ডি আড্ডাআড্ডি।


১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৩
208075
আবু আশফাক লিখেছেন : কখন দিলে বেশি সংখ্যক ব্লগারের অংশগ্রহণ নিশ্চিত হবে বলে মনে করেন? মতামত দিলে ভালো হয়।
264512
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৪
আমজনতার কথা লিখেছেন : হয়ে যাক আড্ডা। বিষয়বস্তু কি?
এ ব্যাটা নাকি গাইতে গাইতে কাইন্ধা দিছে। ঘটনা কি হুনছেন নি?


১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৭
208079
আবু আশফাক লিখেছেন : বিষয়টা দিতে চাই গ্রাম্য প্রবাদ, খনার বচন বা শ্লোক।
আর ব্যাটায় গাইতে গাইতে কাইন্দ্যা ফালাইতে পারে। কারণ অন্যজন আর তার চেয়েও বেশি দেখাইয়া নাইচ্যা ফালাইচে কি না!!
264513
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ব্লগে অনেকে আছেন অফিস ব্লগার। আবার শনিবার অনেকের সাপ্তাহিক ছুটি থাকে। আজকে মতামত নিন। আগামীকাল পোস্ট দিলে জমবে বোধ হয় ভাল।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৮
208080
আবু আশফাক লিখেছেন : ঠিকই বলেছেন। আমিও অবশ্য অফিস ব্লগার। তবে সাপ্তাহিক ছুটি ছাড়া। হা হা হা........।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৯
208151
আহমদ মুসা লিখেছেন : আমিও অফিস ব্লগার! অফিসিয়াল সময়ে হলে আমিও অংশ গ্রহণ করতে পারবো। তবে আগামীকাল আমার এক শ্যালিকার বিয়ের দাওয়াত খেতে যাবো।
264514
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:০৯
নীল জোছনা লিখেছেন : চলুক
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৩
208081
আবু আশফাক লিখেছেন : সাথে থাকছেন তো?
264520
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২২
উম্মে আদনান লিখেছেন : ব্লগেও আবার আড্ডা হয় নাকি?
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৩
208088
আবু আশফাক লিখেছেন : কী মনে হয়?
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫২
208111
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হ্যাঁ আপু, আপনিও আসবেন, আশা করি। তবে আদনানদের পড়া লেখা আগে, পরে আড্ডা। কেমন? যেন ওদের পড়া শুনায় কোন রকমের ক্ষতি না হয়। Happy Good Luck
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৬
208158
আবু আশফাক লিখেছেন : এমনে দাওয়াত দিয়েন না সূর্যের পাশে হারিকেন! তাইলে একেতো নাচুনি বুড়ি.............
264522
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৭
কাহাফ লিখেছেন : এক মত পোষণ করে সবার জন্যে.....।

১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪২
208099
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ। আশা করি সাথেই থাকবেন। আগামী কাল ইনশাআল্লাহ।
264523
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:২৮
প্রবাসী মজুমদার লিখেছেন : আমি মনে করি শুরু করা যেতে পারে। আগামীকাল থেকে হোক। ব্লগে আপাতত পলিটিক্যাল বিষয় বা হিংসাত্মক বিষয না এনে গঠনমুলক বিষয় আনা প্রয়োজন।

শুরুটা হতে পারে, ব্লগিং ভাবনা-লক্ষ্য ও উদ্দেশ্য, লেখক হওয়ার জন্য আমার করণীয়, স্মরনীয় ও বরণীয়, ইত্যাদি বিষয় যা ব্লগারদের মাঝে ঐক্য গড়তে সাহায্য করবে।

ধন্যবাদ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৪৪
208103
আবু আশফাক লিখেছেন : জ্বী আগামী কালই তাহলে। আর শুরুটা করতে চাচ্ছি হালকা রসাত্মক বিষয় দিয়ে। ঠিক করেছি গ্রাম্য প্রবাদ, খনার বচন বা শ্লোক নিয়ে দেব। সবাই যার যার এলাকার প্রবাদের ঢালি নিয়ে হাজির হবেন; আর আমরা সবাই অজানা প্রবাদগুলো সম্পর্কে জানবো।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:১০
208276
মাজহারুল ইসলাম লিখেছেন : ঠিক বলেছেন
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:০৭
208305
প্রবাসী মজুমদার লিখেছেন : দেরী কেন। আজই একটি পোষ্ট দিয়ে জানিয়ে দিন আগামী কাল এতটায় আড্ডা শুরু হবে।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:০৮
208324
আবু আশফাক লিখেছেন : এখানেই জানাচ্ছি। তবে আপনি বললে- সকালে আরেকটি প্রস্তুতি পোস্ট দেয়া যেতে পারে।
264530
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:৫১
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি এসে গেছি। তবে এখনও পড়ি নি কি লিখেছেন উপ্রে Day Dreaming Day Dreaming Big Hug Big Hug
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৩
208139
আবু আশফাক লিখেছেন : আপনে আগে উপ্রে পইড়ালান, পরে কমুনে।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
208159
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পড়া শেষ করে দিছি Tongue এবার কন, কি কইবেন phbbbbt Waiting
264531
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০১
পবিত্র লিখেছেন : খুবি ভালো হবে এমন কোন আয়োজন করলে! অপেক্ষায় রইলাম সবার আড্ডাআড্ডি+হাড্ডাহাড্ডি দেখতে! Day Dreaming Day Dreaming
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৪
208140
আবু আশফাক লিখেছেন : আড্ডা আসলেই মজা। আশা করি আগামী কালের আড্ডায় উপস্থিত থাকবেন।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৯
208160
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : পবিত্র আপ্পির সাথে একমত। Loser Loser @আবু আশফাক ভাইয়া, কয়টায় দিবেন আড্ডাপোস্ট? Chatterbox Day Dreaming
১৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
208176
আবু আশফাক লিখেছেন : আগামী কাল ১টায় শুরু ইনশা আল্লাহ। নামাযের পর লাঞ্চের ফাকে ফাকে যে অফিস ব্লগারগণ অংশ নিতে পারেন।
১০
264532
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৪
চোরাবালি লিখেছেন : দুপুর টাইমে
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৪
208141
আবু আশফাক লিখেছেন : ওকে চোরাবালি।
১১
264553
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:০০
নিউজ ওয়াচ লিখেছেন : পবিত্র লিখেছেন : খুবি ভালো হবে এমন কোন আয়োজন করলে! অপেক্ষায় রইলাম সবার আড্ডাআড্ডি+হাড্ডাহাড্ডি দেখতে!
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৬
208148
আবু আশফাক লিখেছেন : আগামী কাল ১টায় শুরু ইনশা আল্লাহ। নামাযের পর লাঞ্চের ফাকে ফাকে যে অফিস ব্লগারগণ অংশ নিতে পারেন।
১২
264567
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৭
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : আঁই তো আড্ডা দিবার হারি ন। হগলে আমারে কয় মুই নাকি গ্যাঞ্জাম লাগাই।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৪
208154
আবু আশফাক লিখেছেন : আড্ডার মধ্যে গ্যাঞ্জাম অপরিহার্য উপাদান। গ্যাঞ্জাম ছাড়া আড্ডা কোনো আড্ডা-ই নয়। হগলে কি কইলো এইডা কোনো কতা না।
১৩
264568
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:২৮
দিগন্তে হাওয়া লিখেছেন : স্বাগতম Good Luck
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৫
208155
আবু আশফাক লিখেছেন : আপনাকেও স্বাগতম আগামী কালের আড্ডায়।
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৫৬
208166
দিগন্তে হাওয়া লিখেছেন : সময় পেলে থাকবো, ইনশাআল্লাহ !!
বিডি টাইম দুপুর ১টায় কি ?
১৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১২
208177
আবু আশফাক লিখেছেন : জ্বী।
১৪
264575
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৩৮
ইমরান ভাই লিখেছেন : Cook Cook Cook কিছু খাবার দাবার হলে আড্ডা টা জমতো বেশ Eat Eat Eat Eat Eat দ্যা স্লেভ ভাই কে দাওয়াত দেন।

হারিকেন রেস্টুরেন্ট থেকে কেনার অর্ডার দিলাম দেখি কখন আসে Unlucky Unlucky Eat Eat
১৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৩
208178
আবু আশফাক লিখেছেন : আড্ডাতো হবে আগামীকাল। তখন রেস্টুরেন্টে গেলেই কি ভালো হয় না। খাবার বাসি হয়ে যাবে তো!!
১৫
264583
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৩
পারভেজ লিখেছেন : আমার প্রথম ব্লগ সাইট এটাই। শুরুর দিকে নিয়মিত ছিলাম। এখন একটা মন্তব্য করব সে সময়টা পর্যন্ত হয়ে উঠেনা। আবার আড্ডায় বসব কি ভাবে? অবশ্য দিনে কয়েকবার ঢু মেরে যাই। কে কি লিখেছে। জীবনের প্রয়োজন এতটাই তীব্র আকার ধারণ করছে যে, একটু ফ্রী সময় বের করাটাই মশকিন। তবে এদানিং এ ব্লগের ব্লগার ও ভিজিটরের সংখ্যা এত কমে যাচ্ছে যে, তা আগের মত ফিরিয়ে আনতে কাউকে তো উদ্যোগী হতেই হবে।

ধদ্যবাদ আবু আশফাক ভাই, এগিয়ে যান- সাথে থাকবো ইনশাআল্লাহ...
১৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৫
208180
আবু আশফাক লিখেছেন : ঐ দিনে কয়েকবার ঢু মারার মতো আড্ডায় সময়টাতে একটু সময় করে ঢু মারলেই হবে। ধন্যবাদ।
১৬
264586
১৩ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:৪৬
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ব্লগীয় আড্ডাতে রাজনীতি ও ব্যবসায়ীক ধান্ধা ঢুকে যায় বলে মডারেটরগন ভয় পায়। অনেক ধন্যবাদ
১৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৭
208181
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ টিপু ভাই বিষয়টি তুলে ধরার জন্য। তবে আমাদের আগামী কালের আড্ডাটা শুরুটা করতে চাচ্ছি হালকা রসাত্মক বিষয় দিয়ে। ঠিক করেছি গ্রাম্য প্রবাদ, খনার বচন বা শ্লোক নিয়ে দেব। সবাই যার যার এলাকার প্রবাদের ঢালি নিয়ে হাজির হবেন; আর আমরা সবাই অজানা প্রবাদগুলো সম্পর্কে জানবো। সংস্কৃতিক বিনিময় আর কি!!
১৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৫:০৩
208197
নজরুল ইসলাম টিপু লিখেছেন : আমি তো ভাই ওসব পান্ডিত্য নাই! মুখস্ত নাই তাই প্রয়োগ করতে পারিনা।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১২
208327
আবু আশফাক লিখেছেন : গ্রামে আমার এক ভাবী আছেন, তিনি প্রায় প্রতিটি বাক্যের সাথে শ্লোক বলেন।
১৭
264593
১৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:০৬
মু নূরনবী লিখেছেন : আড্ডাটাও যেন শিক্ষনীয় হয়।
কারণ, অযথা সময় কোন করা ঠিক নয়।
কোন একটা স্পেসিফিক টপিক নিয়ে।
উপরে একজন বলেছেন, ব্লগিং বা লেখক হওয়া নিয়ে আড্ডা দেওয়া যাইতে পারে....ঠিক এ রকম শিক্ষনীয় হতে হবে।
সেই সাথে একটু রস না থাকলে কি হয়?

আমার পেয়ারী দোস্ত লুকমান কই? Love Struck
১৩ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:২০
208182
আবু আশফাক লিখেছেন : শিক্ষণীয় তো হতেই হবে। ঠিক করেছি গ্রাম্য প্রবাদ, খনার বচন বা শ্লোক নিয়ে দেব। সবাই যার যার এলাকার প্রবাদের ঢালি নিয়ে হাজির হবেন; আর আমরা সবাই অজানা প্রবাদগুলো সম্পর্কে জানবো। আর এগুলোতো অবশ্যই অল্পতে অধিক জ্ঞান দেয়ার মতো বিষয়। আর আগামীতে ব্লগিং বা লেখক হওয়া নিয়ে আড্ডার আয়োজক যে কেউ হতে পারবেন।
১৮
264652
১৩ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চা আর বুট মুড়ি ছাড়া কি আড্ডা হয়???/
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৩৬
208282
আবু আশফাক লিখেছেন : আগামীকালের আড্ডায় বুট, মুড়ি আর বাদাম নিয়েই আসুন।
১৯
264665
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৮:৫০
শেখের পোলা লিখেছেন : ঠিক মত যোগদিতে না পারলেও মিস করি৷
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১০
208325
আবু আশফাক লিখেছেন : আগামীকাল মিস করবেন না আশা করি। ১টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চললেও সমস্যা নেই। যখন যিনি সময় পাবেন আসবেন।
২০
264682
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৯:৪৯
আফরা লিখেছেন : আমি ও থাকতে চাই আপনাদের আড্ডাতে ।ছোট বোন হিসাবে আপনাদের ঝালমুড়ি আর চা তো বানিয়ে দিতে পারব ।
১৩ সেপ্টেম্বর ২০১৪ রাত ১০:১১
208326
আবু আশফাক লিখেছেন : শুধু ঝালমুড়ি কেন, আফরা আপু'র জানা বিভিন্ন গ্রাম্য প্রবাদও চাইবো।
২১
265053
১৪ সেপ্টেম্বর ২০১৪ বিকাল ০৪:১৬
egypt12 লিখেছেন : আড্ডা তো ভালোই Love Struck
১৪ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:১৫
208719
আবু আশফাক লিখেছেন : ভালো তো বটেই। আসুন না আড্ডায়!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File