দশম নিবন্ধন পরীক্ষা ২০১৪-এর প্রশ্ন সমাধান (স্কুল পর্যায়)
লিখেছেন লিখেছেন আবু আশফাক ৩০ মে, ২০১৪, ০৫:১৫:০৮ বিকাল
পরীক্ষা অনুষ্ঠিত হয় : ৩০.০৫.২০১৪
শরত-২৪; সেট কোড-২
=========================
১। সহজে সর্দি-কাশি হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তর : গ. ভিটামিন সি
২। কোন গ্যাস ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী?
উত্তর : গ. CFC
৩। পেনিসিলিন আবিষ্কার করেন-
উত্তর : ক. আলেকজান্ডার ফ্লেমিং
৪। ইনসুলিনের অভাবে কী রোগ হয়?
উত্তর : গ. ডায়াবেটিস
৫। ROM-এর পূর্ণ অর্থ কী?
উত্তর : খ. Read-only memory
৬। শব্দের তীক্ষ্নতা মাপা হয় কি দিয়ে?
উত্তর : ক. ডেসিবল
৭। বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করেন কে?
উত্তর : ঘ. জেমস ওয়াট
৮। নিশীথ সূর্যের দেশ কোনটি?
উত্তর : ঘ. নরওয়ে
৯। বাংলাদেশ কত সালে ইসলামি সম্মলন সংস্থার সদস্যপদ লাভ করে?
উত্তর : গ. ১৯৭৪
১০। বিশ্ব ধরিত্রি সম্মেলন কত তারিখে অনুষ্ঠিত হয়?
উত্তর : ক. জুন ১৯৯২ (১৯৯২ সালে সর্বপ্রথম ব্রাজিলের রিওডিজেনেরিওতে বিশ্ব ধরিত্রী সম্মেলন অনুষ্ঠিত হয়।)
বাকীগুলোর ধারাবাহিক সমাধানের জন্য চোখ রাখুন এখানে-নিবন্ধন পরীক্ষার প্রশ্নের ধারাবাহিক সমাধান
বিষয়: বিবিধ
২৯২৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন