সৈয়দ আশরাফের “অন্যরকম” নির্বাচন ও তৃতীয় দফা উপজেলা নির্বাচনের করুণ দৃশ্য
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৬ মার্চ, ২০১৪, ০৮:৪৬:৫৩ সকাল
তৃতীয় দফা উপজেলা নির্বাচনের আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘এরপর নির্বাচনগুলো হবে “অন্যরকম”। গত কালের নির্বাচনে সৈয়দ আশরাফের এই ‘অন্যরকম’ নির্বাচন প্রত্যক্ষ করলো দেশবাসী।
সেনাবাহিনী কি শোকেস সাজানোর বস্তু!!!!!
‘গত দুই দফায় গুম, খুন থেকে শুরু করে বিরোধী প্রার্থীদেরকে শারীরিকভাকে আক্রমণ করে জখম করা, ইউএনওসহ নির্বাচনী কাজে দায়িত্বরত কর্মকর্তাদের মারধর করে ভোটকেন্দ্র দখলের ভয়াবহ বন্যউৎসবের পরও নির্বাচন নিয়ে ক্ষমতাসীনদের “অন্যরকম” শব্দটির প্রতি সচেতন মহলের দৃষ্টি আকর্ষিত হয়। প্রথম ও দ্বিতীয় দফা উপজেলা নির্বাচনে বিভিন্ন উপজেলায় সরকারী দলের দুর্বৃত্ত বাহিনী কর্তৃক জনগণের ভোটের অধিকার কেড়ে নেয়ার পরও জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির বিজয় দেখে হতবুদ্ধি হয়ে পড়ে আওয়ামী লীগ নেতারা। তাই পরবর্তী নির্বাচনে তারা অন্যরকম খেল দেখানোর ঘোষণা দেয়। আর সেই অন্যরকম নির্বাচনী নাটক উপহার দিল গতকাল দেশবাসীকে।
অন্যরকম
সৈয়দ আশরাফদের সেই অন্যরকম নির্বাচনের স্বরূপ কী ছিল? ব্যালট ছিনতাই, জাল ভোট ও কেন্দ্র দখল, সাংবাদিক মারধর, মানুষ হত্যা, ভোটের আগেই বাক্স বোঝাই কি ছিল না সেই নির্বাচনে?
কোথায়ও সংঘাত, সহিংসতা ও ক্ষমতাসীনদের শক্তির মহড়ায় কেন্দ্রে যেতে পারেননি ভোটাররা। কেন্দ্রে গেলেও ভোট দিতে পারেননি কোথায়ও কোথায়ও। অন্যরকম জালিয়াতিতে সরকারসমর্থিত প্রার্থীদের পক্ষে বাক্স ভরা হয়েছে গায়েবি ভোটে। মিনিটে ৬ ভোট কাস্ট হয়েছে কোনো কেন্দ্রে। কোথায়ও একাই ৪ শতাধিক ভোট দিয়ে রেকর্ড গড়েছেন ছাত্রলীগ নেতারা। ভোট দিতে এসে লাশ হয়ে ফিরেছেন অন্তত দু’জন। কমপক্ষে সাতটি উপজেলায় কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগ এনে নির্বাচন বর্জন করে বিএনপি ও ১৯ দল সমর্থিত প্রার্থীরা। কয়েক ডজন কেন্দ্রে নির্বাচন স্থগিত করতে বাধ্য হয়েছেন নির্বাচন কমিশন। এরপরও সৈয়দ সাহেবদের এই নির্বাচনকাণ্ডকে শান্তিপূর্ণ নির্বাচন হিসেবে অভিহিত করেছেন তাদের নির্বাচন কমিশন!
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসিতেছে শুভদিন
যা বলার বলতে দিন
সময় হবে যখন
বুঝবে মজা তখন
এখন ধন্যবাদ নিন
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন