‘স্বাধীনতা' শব্দ শুনি রোজই কাব্য গানে

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১২ মার্চ, ২০১৪, ১২:০৯:৫৩ দুপুর

‘স্বাধীনতা' শব্দ শুনি রোজই কাব্য গানে

কিন্তু আমি বুঝতে অক্ষম এটার আসল মানে।

রাস্তা ঘাটে আজও মানুষ শুয়ে কাটায় রাত

অনাহারে খাদ্য খোঁজে পায়না দুটো ভাত।



খুন খারারি নিত্য আছে স্বাধীন বাংলাদেশে

খুনিরা সব খুন করিয়া চলছে বীরের বেশে।

অপরাধীর হয় না সাজা মজলুমানে কাঁদে

হরহামেশাই আমজনতা পড়ে নানান ফাঁদে।



নেই শান্তি নেই স্বস্তি বেঁচে থেকেও সুখ

না পাওয়ারই বেদনাতে কষ্টে ফাটে বুক।

রক্তে কেনা স্বাধীনতার ফল যদি এই হয়

তাহলে আর লাভ কী বলো পেয়ে এমন জয়?

বিষয়: বিবিধ

১১৬৮ বার পঠিত, ৩৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191076
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:১৭
বিন হারুন লিখেছেন : স্বাধীন পতাকা পেয়েছি স্বাধীনতা পাই নি.
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৬
142117
আবু আশফাক লিখেছেন : ঠিক তাই।

ধন্যবাদ মন্তব্য করার জন্য।
191077
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:১৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : স্বাধিনতা মানেই উন্নতি সকলের উন্নতি নয়।
স্বাধিনতার অন্য অর্থও করে অনেকে।
১২ মার্চ ২০১৪ দুপুর ১২:৪৭
142118
আবু আশফাক লিখেছেন : ঠিকই বলেছেন। কেউ কেউ স্বাধীনতার ঠিকাদারীর দাবিদার।
191130
১২ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৪
গোলাম মাওলা লিখেছেন : কিছু লার নাই
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৫
142230
আবু আশফাক লিখেছেন : না বললেন, এতেই চলবে।
191132
১২ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৯
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২১
142239
আবু আশফাক লিখেছেন : পড়ে আসলাম। দারুন!!
191138
১২ মার্চ ২০১৪ দুপুর ০১:৫৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : স্বাধীনতা মানে এটাই যে তারা স্বাধীনভাবে রাস্তাঘাটে রাত কাটাতে পারছে। এর চেয়ে আর কি স্বাধীনতা চান বুঝলাম না।
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
142231
আবু আশফাক লিখেছেন : অমায়িক চ কথাবার্তা!!!!!!!!!
191142
১২ মার্চ ২০১৪ দুপুর ০২:০৫
নূর আয়েশা সিদ্দিকা জেদ্দা লিখেছেন : সত্যিই খুব অপূর্ব হয়েছে। কবিতার ছন্দে উঠে আসা কথা গুলো। অনেক ধন্যবাদ সুন্দর কবিতার জন্য।
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৬
142232
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ আপা, সুন্দর মন্তব্যের জন্য।
191156
১২ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৭
হতভাগা লিখেছেন : তাহলে আর লাভ কী বলো পেয়ে এমন জয়?

দিনে দিনে আত্ম সন্মান হচ্ছে যে ভাই ক্ষয়

পরের উপর করলে নির্ভর এমনই তো হয়

এটাকে আর যে যাই বলুক স্বাধীনতা নয়
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৭
142233
আবু আশফাক লিখেছেন : ছন্দে ছন্দে মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ হে কবি।
191170
১২ মার্চ ২০১৪ দুপুর ০৩:২১
সজল আহমেদ লিখেছেন : স্বাধীনতা পেয়েছি পাকিস্তান থেকে ভারত থেকে পাইনি।ভারত ভাবে আমরা যেন তাদের দাস!
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
142234
আবু আশফাক লিখেছেন : আমাদের নতুন প্রজন্মের মানষিকতাকেও সেভাবে তৈরি করছে চেতনাবাদীরা।
191187
১২ মার্চ ২০১৪ দুপুর ০৩:৫৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার বিদ্রোহী কাব্য Thumbs Up Thumbs Up Rose Rose Rose
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
142235
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ আপু।
১০
191188
১২ মার্চ ২০১৪ বিকাল ০৪:০০
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনিতো ভাই জাত কবি।
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
142236
আবু আশফাক লিখেছেন : ক্যাডা কইচে। মাঝে মাঝে না হয় এট্টু লেহি; তাই বলে সেগুলোকে কবিতা বলবেন?
খুদে ইকবাল, ছোট্ট রুমি, বাংলার হাফিজদের কবিতা কিন্তু আমিও পড়ি কইলাম!!!
১১
191227
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৩
জোবাইর চৌধুরী লিখেছেন : ভালো লাগল, অনেক ধন্যবাদ। Rose Good Luck Rose
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
142237
আবু আশফাক লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১২
191228
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : স্বাধীনতা দেশের হয় নাই তবে খুনি সন্ত্রাসীদের হয়েছে
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২০
142238
আবু আশফাক লিখেছেন : ঠিকই বলেছেন। ধন্যবাদ। ফেবুতে আপনার ছবিগুলো কিন্তু সেরাম অইচে।
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
142240
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor
১৩
191245
১২ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৪
আওণ রাহ'বার লিখেছেন : স্বাধীনতা পাবেন জান্নাতে ভাই
হেথায় সেথায় খুজিয়াছি কভু পাইনাই।
কবি তো হয়েই গেলেন আবু আশফাক ভাই।
সুন্দর কবিতার জন্য শুকরিয়া জানাই।
১৩ মার্চ ২০১৪ সকাল ০৮:৪১
142471
আবু আশফাক লিখেছেন : -
ব্লগের বন্ধুদের সাথে যেন রই
হয়ে উঠুক ব্লগিংটা জান্নাতের মই।


ধন্যবাদ, সুন্দর মন্তব্যের জন্য।
১৪
191388
১২ মার্চ ২০১৪ রাত ১০:২২
শেখের পোলা লিখেছেন : ভয় চাইনা জয় চাইনা,
চাই ভাত কাপড় আর ঠাঁই,
স্বাধীন হয়ে কি লাভ বল,
এখন তারে ফেরত দিতে চাই৷
রাস্তা ঘাটে রাত কাটাব,
ভাত বিনা সব রইব অনাহারে,
পরণে মোর ছেঁড়া ত্যানা,
স্বাধীন মোরা বলি কেমন করে?
১৩ মার্চ ২০১৪ সকাল ০৮:৪২
142472
আবু আশফাক লিখেছেন : ছন্দে ছন্দে মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
১৫
192771
১৬ মার্চ ২০১৪ রাত ১২:৫৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : স্বাধীনতা আজ ভাদু মাইস্সা বৃষ্টি....
১৬ মার্চ ২০১৪ সকাল ০৮:১০
143585
আবু আশফাক লিখেছেন : মন্তব্য করার জন্য ধন্যবাদ।
১৬
194349
১৮ মার্চ ২০১৪ রাত ০৯:৪২
১৯ মার্চ ২০১৪ সকাল ০৯:৫৩
145035
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File