Wave Wave এ কেমন স্বাধীনতা! Wave Wave

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১০ মার্চ, ২০১৪, ০৩:৫৩:৫৩ দুপুর

স্বাধীনতা পেয়েও যেন পাইনি স্বাধীনতা

আজও কেন পরের কাছে নত হচ্ছে মাথা!

দুর্নীতিতে গোটা দেশটা ছেয়ে গেছে কেন

করছে যারা এসব কিছু তারাই হেন তেন।



অন্যায় আর অপশাসনে দেশটা গেল তল

আয়না ওরে যুবক তোরা দেশ বাচাতে চল।

এদল পাঠায় ও দলেরে ভিন্ন দেশের তরে

দালাল ভাদায় এখন নাকি দেশটি গেছে ভরে।

বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ২৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

190000
১০ মার্চ ২০১৪ বিকাল ০৪:০৯
আহমদ মুসা লিখেছেন : দেশটা ল্যান্ডিয়ান গোলাম দাসীতে ঠাশা অবস্থায় আছে।
১০ মার্চ ২০১৪ রাত ০৯:১৪
141093
আবু আশফাক লিখেছেন : ‌ল্যান্ডিয়্যান!!!!!!!!!!
১১ মার্চ ২০১৪ রাত ১২:৩২
141185
আহমদ মুসা লিখেছেন : যে দেশের শতকরা ৬০% মানুষের কোন সেনিটেশনের ব্যবস্থা নেই, যারা প্রকাশ্যে দিবালোকে নারী পুরুষ এক সাথেই বেশরমভাবে জিনিস ত্যাগ করে তাদেরকে ল্যান্ডিয়ান না বলে ইন্ডিয়ান বলবো কোন দূঃখে?
190021
১০ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৫
মেঘ ভাঙা রোদ লিখেছেন : স্বাধীনতা পেয়েও যেন পাইনি স্বাধীনতা
আজও কেন পরের কাছে নত হচ্ছে মাথা!
দুর্নীতিতে গোটা দেশটা ছেয়ে গেছে কেন
করছে যারা এসব কিছু তারাই হেন তেন।

ওয়াও কি সুন্দর কথা। ভালো লাগলো
১০ মার্চ ২০১৪ রাত ০৯:১৫
141094
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ।
190028
১০ মার্চ ২০১৪ বিকাল ০৫:১২
সিটিজি৪বিডি লিখেছেন : দালালমুক্ত বাংলাদেশ চাই।
১০ মার্চ ২০১৪ রাত ০৯:১৫
141095
আবু আশফাক লিখেছেন : অবশ্যই।
190030
১০ মার্চ ২০১৪ বিকাল ০৫:২৪
হতভাগা লিখেছেন : এটা হল পরনির্ভরশীলতা
১০ মার্চ ২০১৪ রাত ০৯:১৬
141097
আবু আশফাক লিখেছেন : আমরা মেরুদণ্ডহীন।
190052
১০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:২৬
রাইয়ান লিখেছেন : আট লাইনের কবিতায় অনেক বক্তব্যই বলা হয়ে গেল , কেমনে এত সুন্দর ছন্দ মিলিয়ে লেখেন ? দারুন ! অসাধারণ !
১০ মার্চ ২০১৪ রাত ০৯:১৫
141096
আবু আশফাক লিখেছেন : অনেক ধন্যবাদ।
190065
১০ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
শেখের পোলা লিখেছেন : হেন তেন হব বলেই স্বাধীনতা চাওয়া,
যা চেয়েছি তা পেয়েছি,এতো পরম পাওয়া৷
পাকীরা সব পোলাও খেত,মোদের ছিল ভাত,
আমরা পোলাও খাচ্ছি এখন, তোমরা পাত হাত৷
১০ মার্চ ২০১৪ রাত ০৯:১৬
141098
আবু আশফাক লিখেছেন : ঠিক তাই।
190078
১০ মার্চ ২০১৪ রাত ০৮:০৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দালালবিহীন বাংলাদেশ এখন সপ্ন
১০ মার্চ ২০১৪ রাত ০৯:১৭
141100
আবু আশফাক লিখেছেন : এই স্বপ্ন দেখতে দেখতেই হয়তো ওপারে যেতে হবে।
190102
১০ মার্চ ২০১৪ রাত ০৯:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন :
ধরা যাবেনা,ছুয়া যাবেনা
বলা যাবেনা কথা
রক্ত দিয়ে পেলাম শালার
এমন স্বাধীনতা।
১১ মার্চ ২০১৪ সকাল ১০:১২
141321
আবু আশফাক লিখেছেন : কোন কবির যেন, মনে পড়ছে না। ধন্যবাদ।
190210
১১ মার্চ ২০১৪ রাত ০২:০৮
ইকুইকবাল লিখেছেন : জাঝাকাল্লাহ
১১ মার্চ ২০১৪ সকাল ১০:১২
141322
আবু আশফাক লিখেছেন : যাজাকাল্লাহ।
১০
190493
১১ মার্চ ২০১৪ দুপুর ০২:৫১
সজল আহমেদ লিখেছেন : সত্যি বলতে অনেক ভাল লাগছে।
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
141621
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ।
১১
190642
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০১
জোবাইর চৌধুরী লিখেছেন : অসাধারন হয়েছে। অনেক ধন্যবাদ। Rose Good Luck Rose
১১ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
141622
আবু আশফাক লিখেছেন : পামের প্রতিটা অক্ষরের জন্য এক একটি ধন্যবাদRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
১২
190787
১১ মার্চ ২০১৪ রাত ০৯:০১
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৫
142013
আবু আশফাক লিখেছেন : Rose Rose
১৩
190808
১১ মার্চ ২০১৪ রাত ০৯:১৮
প্রবাসী মজুমদার লিখেছেন : স্বাধীনতা পেয়েও যেন পাইনি স্বাধীনতা
আজও কেন পরের কাছে নত হচ্ছে মাথা!


কাব্য ভাষায় সত্যি কথাটাই তুলে এনেছেন। ধন্যবাদ। ভাল লাগল পড়ে।
১২ মার্চ ২০১৪ সকাল ০৮:৫৪
142010
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ রঙ্গের মানুষের মাঝের তুলি হাতে নিপুন শিল্পী হে!
১৪
191058
১২ মার্চ ২০১৪ সকাল ১১:৩০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : স্বাধীনতা এখন পাড়া তেনার মত...মূল্যহীন হয়ে গেছে! দারুন লিখেছেন
১২ মার্চ ২০১৪ সকাল ১১:৩৯
142100
আবু আশফাক লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File