টুডে ব্লগে আজ আমার ১ম বর্ষপূর্তিতে সকল ব্লগার বন্ধুকে শুভেচ্ছা
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৪ জানুয়ারি, ২০১৪, ১১:৩৪:০৪ সকাল
আমার ব্লগিং জগতে প্রবেশ এসবি ব্লগের মাধ্যমে। তখনও আমি ব্লগ-ব্লগিং আর ব্লগার সম্পর্কে কিছুই জানি না। একদিন একবন্ধু বললো- কিরে ব্লগে লিখিস? আমি বললাম ফেসবুক? ওর উত্তর- না, ব্লগ। এর ওর কাছে শিখলাম ব্লগের প্রাথমিক পাঠ।
এরপর এসবিতে আবু আদনান নামে শুরু করলাম ব্লগিং জগতে পথ চলা। এরপর সামুতে নিবন্ধন করে করলাম। লিখলাম, মন্তব্য করলাম, কিন্তু সেখানে আমাকে ব্যান করা হলো। আবার নতুন করে খুললাম। না, আবারও। মাত্র ৬-৭ মাসে ৩বার ব্যান হওয়ার পর বুঝলাম সামু আসলে কি চায়। সুতরাং সেখানে সেভাবেই মাঝে মাঝে নিরামিষ কিছু পোস্টের মাধ্যমে জাগ্রত থেকে এসবিতে পুরো দমে চালিয়ে যেতে থাকলাম।
হঠাত একদিন এক ব্লগার বন্ধু বললেন টুডে ব্লগে নিবন্ধন করতে। তার কথায় তখনই নিবন্ধন করলাম। সেই থেকে টুডে ব্লগে আমার যাত্রা শুরু।
আজ ১৪ জানুয়ারি টুডে ব্লগে আমার এক বছর পূর্তি হল। চাকরি জীবনে কর্মব্যস্ততার মাঝে ব্লগে খুব সময় দিয়ে কিছু লিখতে না পারলেও আমি মনে করি আমি একজন ভালো মানের পাঠক। বন্ধের দিন ছাড়া গত এক বছর এমন কোন দিন মিস ছিল না যে আমি ব্লগে আসি নি বা কোনো লেখা পড়ি নি। অনেক সময় হয়ত ব্লগে লগ ইন করি নি কিন্তু পোষ্ট ঠিকই পড়েছি।
এই একবছরে অনেক ব্লগার বন্ধুর সাথে প্রগাঢ় ভালোবাসা তৈরি হয়েছে, আবার কারো কারো সাথে হয়েছে অম্লমধুর সম্পর্ক। তবে আমি সাধারণত কারো লেখায় কঠোর মন্তব্য থেকে বিরত থাকি। অনেকেই গালাগালি পর্যায়ে চলে গেলেও আমি অপছন্দ হলে বা বিশ্বাসে আঘাত করলে স্বাভাবিক কোনো মন্তব্য করে সেটা বুঝানোর চেষ্টা করি বা মন্তব্য থেকে বিরত থাকি।
আমার প্রিয় ব্লগারদের নামের তালিকা অনেক লম্বা। এসবিতে এক সময় আবু জারির, নজরুল ইসলাম টিপু, বাহার ভাই, চেয়ারম্যানসহ বিদগ্ধ ব্লগারদের লেখা পরে মজা পেতাম। এখন অবশ্য এ পছন্দের ব্লগারদের তালিকা অনেক
টুডে ব্লগের ব্লগার হিসাবে আমার বর্ষ পূর্তিতে টুডে'র সকল ব্লগার, পাঠক, মডারেটর আর কলা কুশলীদের জানাই আন্তরিক মোবারকবাদ। আর কৃতজ্ঞতা জানাই সে সকল ব্লগারদের যারা আন্তরিক মন্তব্য দিয়ে, আমন্ত্রণ জানিয়ে আমাকে প্রতিনিয়ত উৎসাহ, অনুপ্রারনা দিয়ে যাচ্ছেন, যারা আমাকে প্রিয়তে রেখেছেন। পরিশেষে আমার বর্ষপূর্তির এ মহেন্দ্রক্ষনে আশা করব টুডে ব্লগ যেন সকল প্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে বরাবরের মতই অতন্দ্র প্রহরীর ভূমিকায় থাকে; প্রিয় ব্লগটির আঙ্গিনা যেন নিরপেক্ষতার নামে নাস্তিকতা দৃষ্টিভঙ্গির কালিমা মুক্ত থাকে।
ব্লগ পরিসংখ্যান
পোস্ট লিখেছেনঃ ১১৩টি
মন্তব্য করেছেনঃ ১৭৯৪টি
প্রতি মন্তব্য করেছেনঃ ১৮০৪টি
ব্লগ পঠিত হয়েছেঃ ৪৭০০২ বার
ব্লগে আছেনঃ ১২ মাস
বিষয়: বিবিধ
২৩৯১ বার পঠিত, ৬৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বর্ষপূর্তির অভিনন্দন...
ফুলের শুভেচ্ছা অনেকই দিলেন এবার খানার দাওয়াত নিন
হে আল্লাহ, আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি পদস্খলন অথবা পদস্খলিত হওয়া থেকে। পথ হারিয়ে ফেলা অথবা অন্য কর্তৃক পথভ্রষ্ট হওয়া থেকে। কারও উপর জুলুম করা থেকে অথবা কারো নির্যাতিত হওয়া থেকে। কারও সাথে মূর্খতা-পূর্ণ আচরণ করা থেকে অথবা অন্যের মূর্খতা-জনিত আচরণে আক্রান্ত হওয়া থেকে।
হে আল্লাহ! আমার অন্তরে তাকওয়া প্রদান কর, তাকে পবিত্র কর। তুমি তার উত্তম পবিত্রকারী, তার অভিভাবক ও মনিব।
হে আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক বেশি জুলুম করেছি আর তুমি ছাড়া গুনাহ্সমূহ কেহই মাফ করতে পারে না। সুতরাং তুমি তোমার নিজ গুনে মার্জনা করে দাও এবং আমার প্রতি তুমি রহম কর। তুমি তো মার্জনাকারী ও দয়ালু।
আমীন
লিখেছেন: কবিতা
টুডে ব্লগ
যাজ্জাকাল্লাহ খায়ের
আমিন।
বিশ্ব বেহায়া
বিশ্ব কমেডিয়ান
বিশ্ব বাটপারের হাতের ফুল দিয়া শুভেচ্ছা!!!!!!!!
আন্নে নেন-
আমাদের এই যাত্রা চলতে থাকুন। ভাল থাকুন। আমাদের জন্য দোয়া করবেন।
শুভকামনা এবং শুভেচ্ছা রইলো ভাইয়া
অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অনেক ধন্যবাদ।
আর যদি বেঁচে থাকি তাহলে আপনি মনে মনে ভাবলেই আমি মনে মনে পড়ে নেব।
অনেক মজা হবে তাই না?
অভিনন্দন।
ব্লগ পরিসংখ্যান
পোস্ট লিখেছেনঃ ৬৫ টি
মন্তব্য করেছেনঃ ১০২৩ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ৬৯৯ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ১৫৪২৯ বার
ব্লগে আছেনঃ ১ বছর ৭ দিন
আন্নেরেও
:
মন্তব্য করতে লগইন করুন