ভাইজান কাল পানি দিতে পারবো না, খেয়া বন্ধ
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৮ ডিসেম্বর, ২০১৩, ০৮:০৮:২৬ রাত
আমার অফিস পুরান ঢাকার বাংলাবাজারে । এখানকার অনেক চাকরীজীবী, ব্যবসায়ী ও অন্যান্য কর্মজীবীগণ বুড়িগঙ্গার ওপারে কেরানিগঞ্জ এলাকায় থাকেন। সকালে দুই টাকা দিয়ে নেৌকা পার হয়ে এপারে এসে কর্ম শেষে আবার সন্ধ্যায় বাসায় ফিরে যান। আমার অফিসে পানির লাইন সমস্যার কারণে কিছুদিন হলো এক মহিলা পানি দিয়ে যায়, যার বাসা নদীর দক্ষিণ পাড়ে। তিনিও অন্যান্যদের মতো সকালে নদী পার হয়ে এসে রাতে চলে যান। তার কাজই হচ্ছে বিভিন্ন অফিসে বা বাসায় পানি দেয়া। তো আজ সন্ধ্যায় পানি দেয়ার সময় হঠাত বললো " আমরা জিজ্ঞাসা করলাম- কেন? পানি দেবেন না কেন? পানি ছাড়া আমরা চলবো কেমনে?
সে যা বললো তার সারমর্ম হচ্ছে- আজ সন্ধ্যা থেকেই খেয়া পারাপার বন্ধ। তাই কোনো মতেই কাল এপাড় আসার উপায় নাই। অতএব....................
আজ সন্ধ্যার একটু আগের সদরঘাট[
কেউ কিছু ভাবছেন? না, ভাববেন না।
বিষয়: বিবিধ
১৫৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন