বাংলা আমার মুখের ভাষা বাংলা আমার স্বপ্ন আশা
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:১৬:২৫ বিকাল
বাংলা আমার মুখের কথা
বাংলা প্রাণের ভাষা
বাংলায় আমার চোখের স্বপ্ন
বাংলাতেই সব আশা।
বাংলায় আমার সকল দাবি
বাংলাতেই করি চিৎকার
বাংলা আমার জীবনের গান
বাংলা সুরের ঝংকার।
বাংলা আমার মনের শান্তি
বাংলা জীবনের আলো
বাংলা-ই আমার মরণ-সাথী
বাংলাকেই বেসেছি ভালো।
বিষয়: বিবিধ
১১৬৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন