Good Luck Good Luck বিশ্ব বেহায়া নাকি রাজনৈতিক হারামজাদা? Good Luck Good Luck

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৮ নভেম্বর, ২০১৩, ১১:১৪:২০ সকাল



রাজনীতির এক হারামজাদা দেখতে যদি চাও

গুলশানের ঐ একটি ভবন প্রেসিডেন্ট পার্কে যাও।

সেথায আছে কুলাঙ্গার এক স্বঘোষিত মুনাফিক

সকাল-বিকাল ঘুরায় তাহার কেবলা নাকি দিক।

হারামজাদার মুখ নয় যেন মলত্যাগেরই নালা

রাজনীতির এই দুধ শিশুদের করছে নিয়ে খেলা।

পীর বদল আর বউ বদলে জুড়ি মেলা ভার

কথার বদল দেখলে তুমি হবে নিশ্চয় জেবরার।

সকাল সন্ধ্যা বদল করে মুখের কথার ওয়াদা

বিশ্বাস করেই ধোঁকায় পরি আমরা হাদাভোদা।

নির্বাচনে যাবে না মর্মে মিডিয়ার সামনে বলে

পরের দিনই দেখা গেল উল্টো পথে চলে।

রাজনীতির এই হারামজাদা কুলাঙ্গার এরশাদ

ভীমরতিতে সবার সেরা নেইকো কিছুই বাদ।

বি. দ্র. ভাষা ব্যবহারে শালীনতা রক্ষা করতে না পারায় পাঠক বন্ধুদের নিকট ক্ষমা চাচ্ছি।

বিষয়: বিবিধ

১৫২০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File