Rose Rose Roseকৃষকের ঘরে নবান্ন উৎসব : একগুচ্ছ ছড়া Rose Rose Rose

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৫ নভেম্বর, ২০১৩, ১০:৫৪:৫৭ সকাল



নবান্ন উৎসব

বঙ্গ গায়ের ফসলের মাঠে তাকায় যদি কেউ

মনটা তার ভরিয়ে দেবে সোনালী ধানের ঢেউ!

কাটবে যখন সোনার ফসল লাগবে মজা ভারি

কৃষকরা সব কাটছে ধান দাঁড়িয়ে সারি সারি!



কৃষকরা সব কাটছে ধান দাঁড়িয়ে সারি সারি!


ধানগুলি সব নেয়ার কালে দেখবে দুখের সাধে

ঘাম ঝরিয়ে ধানগুলি সব তুলছে কৃষক কাধে

সোনালী ধানের ভারি বোঝা চাষীর মাথায় লয়ে

চলছে চাষী বিরতিহীন বাড়ীমুখো হয়ে

কাধভরা ধান নিয়ে যেই বাড়ি ফিরল চাষী

চুভরা ধান দেখে তাই ফুটাল সবে হাসি।

খুশিতে তাই বাড়ি জুড়ে হৈ চৈ কলরব

কৃষকজাতি তাই নাম দিয়েছে তার “নবান্ন উৎসব”!



ধান নিয়ে বাড়ি ফিরছে কৃষক


নবান্নের প্রাচুর্য

বছর ঘুরে আবার এলো নবান্ন উৎসব

চারদিকে হই চই পাখির কলরব।

সোনা রঙিন ধান দেখে কান্তি হয় দূর

কৃষকের মুখে হাসি ফোটে কণ্ঠে ভাসে সুর।

বাংলার প্রতি ঘরে আনন্দের নেই অন্ত

গানে গানে প্রাচুর্যে এলো হেমন্তের নবান্ন।



গাছ থেকে ধান আলাদা করার দৃশ্য!


খুশির বান

বাংলার ঘরে ঘরে কৃষাণের হাসি

মাঠ ভরা ধান ক্ষেতে ধান রাশি রাশি।

সোনা রং সেই ধান কাটে কৃষাণেরা

গল্প আর গানে গানে ব্যস্ত যে তারা!

ব্যস্ত কৃষাণ বধূ তুলতে সে ধান

গাঁয়ে গাঁয়ে ডেকে যায় খুশির বান!



পিঠের চাল গুড়ো করছে কৃষাণী

বিষয়: বিবিধ

৩২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File