ফাঁন্দে পড়িয়া বগা কান্দে রে!!
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৩ নভেম্বর, ২০১৩, ১১:২৬:০১ সকাল
ধরা ধরা মহা ধরা
খাইলো কারা বলো
নিজের পাতা ফাঁদে পরে
করছে টলোমলো।
একুশে টিভি'র মধ্যরাতে 'একুশের রাত' শীর্ষক আলোচনায় তুহিন মালিক
লিগ্যাল বিচার হলেই এবার
নিশ্চিত হবে ফাঁসি!
সংবিধানেই লেখা আছে
সাক্ষী রাশি রাশি।
পদত্যাগের নাটক এবার
জমছে ভালো বেশ
ফাঁসির আগে কোনো মতেই
ফুরোবে না এর রেশ!
নিজের ফাদে পরে বগা
বকছে এলো মেলো
ফাসি কোথায় সংবিধানে
দেখবে কে কে চলো।
৫৮ অনুচ্ছেদের দফা ১ এর ‘ক’ উপ-অনুচ্ছেদে উল্লেখ রয়েছে যে, ‘প্রধানমন্ত্রী ব্যতীত অন্য কোন মন্ত্রীর পদ শূন্য হইবে- যদি তিনি রাষ্ট্রপতির নিকট পেশ করবার জন্য প্রধানমন্ত্রীর নিকট পদত্যাগ পত্র প্রদান করেন।’
অনুচ্ছেদ ৭ক,সংবিধান বাতিল,স্থগিত করা ইত্যাদি অপরাধঃ (১) কোন ব্যক্তি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে বা অন্য কোন অসাংবিধানিক পন্থায় -
(ক) এই সংবিধান বা ইহার কোন অনুচ্ছেদ রদ, রহিত বা বাতিল বা স্থগিত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে ; কিংবা
(খ) এই সংবিধান বা ইহার কোন বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করিলে কিংবা উহা করিবার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করিলে-
তাহার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হইবে এবং ঐ ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হইবে।
(২) কোন ব্যক্তি (১) দফায় বর্ণিত-
(ক) কোন কার্য করিতে সহযোগিতা বা উস্কানি প্রদান করিলে; কিংবা
(খ) কার্য অনুমোদন, মার্জনা, সমর্থন বা অনুসমর্থন করিলে-
তাহার এইরুপ কার্যও একই অপরাধ হইবে।
(৩) এই অনুচ্ছেদে বর্ণিত অপরাধে দোষী ব্যক্তি প্রচলিত আইনে অন্যান্য অপরাধের জন্য নির্ধারিত দণ্ডের মধ্যে সর্বোচ্চ দণ্ডে দণ্ডিত হইবে।
সর্বোচ্চ দণ্ড -????
বিষয়: বিবিধ
২২৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন