মিষ্টি মধুর বাংলা ভাষা
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৪৮:২১ দুপুর
ফেব্রুয়ারির একুশ তারিখ
ঊনিশ'শ বায়ান্নোতে
ডাক পড়ল বলার জন্য
ভাষা ছিনিয়ে আনতে।
রফিক শফিক বরকত ছালাম
কেউ রইল না ঘরে
রক্ত দিল জীবন দিল
প্রাণের ভাষার তরে।
বুকের তাজা রক্ত দিয়ে
আনল প্রিয় মাতৃভাষা
কৃষক মজুর তাঁতির ভাষা
মিষ্টি মধুর বাংলা ভাষা।
বিষয়: বিবিধ
১২৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন