আমার প্রিয় চৌহালী (সিরাজগঞ্জ)
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২১ অক্টোবর, ২০১৩, ০৮:২৭:৫৮ সকাল
যমুনা নদীর করালগ্রাসে
হুমকীতে মোর গ্রাম
বেড়ে উঠেছি যে মধুবনে
নেই যেন তার নাম।
শিশু কৈশরের সোনালী সময়
কাটিয়েছি যে মাঠে
হারিয়ে ফেলেছি আজকে আমরা
যমুনা নদীর পাটে।
তবুও চির সুন্দর আমার
চৌহালীর পরিবেশ
মিলেমিশে সব বন্ধুদের নিয়ে
আনন্দে আছি বেশ!
বিষয়: বিবিধ
১৬৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন