হুজুগে আর বোকারা

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৫৬:১৪ সন্ধ্যা

শাহবাগে শাহ নেই

আছে কিছু নষ্টা

আহ্বান কারীরা

মানে নাকো স্রষ্টা।

ব্লগারের নামে আছে

রাম বাম নেতারা

না বুঝেই সাথে আছে

হুজুগে আর বোকারা।

স্কুল থেকে আনে

জোর করে ছাত্র

স্কুল ফাকি দাও

একবেলা মাত্র।

সার্কাস চলে বলে

পথচারী মজা পায়

অফিসের ফাকেতে

কেউ কেই আসে যায়।

চলছে চলবে

বামেদের সার্কাস

এর মাঝে ডুবে যাক

ফ্যাসিবাদের কারুকাজ।

সেতু আর ডেসটিনি

আলোচিত হলমার্ক

সাদা কালো বিড়ালে

মাছ খায় ঝাঁক ঝাঁক।

বিষয়: বিবিধ

২৯৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File