প্রথম আলোর নতুন মিশন? আজকে প্রকাশিত মানচিত্রে কুড়িগ্রামের 'রৌমারি' এবং 'চর রাজীবপুর ' নেই; কিন্তু কেন?
লিখেছেন লিখেছেন আবু আশফাক ২০ আগস্ট, ২০১৩, ০৭:৫১:৫৬ সন্ধ্যা
আজকের প্রথম আলোয় ৮ম পাতায় বাংলাদেশর এই মানচত্রটি ছাপা হয়েছে। মানচিত্রটিতে কুড়িগ্রামের দুটি উপজেলা 'রৌমারি' এবং 'চর রাজীবপুর ' নেই, কেন নেই?
এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনার ঘোষণায় এই মানচিত্র প্রকাশিত হয়েছে। কোথায় গেল এই উপজেলা দুটি? এটা কি এখন বাংলাদেশের অংশ নয়? প্রথম আলো কি শিক্ষা দিতে চাইছে জিপিএ-৫ প্রাপ্তদের? নাকি নিছক ভুল? আর সব ভুলের কি ক্ষমা করা যায়?
উল্লেখ্য ভারত বেশ কয়েকবার এই উপজেলা দুটি দখল নেবার চেষ্টা করেছে, বারবার অনুপ্রবেশ করেছে, বেশ কয়েকবার ছোট খাট যুদ্ধও হয়ে গেছে। হায়রে প্রথম আলো, হায়রে আমার মাটি।
মানচিত্রে আমার সোনার বাংলাদেশ
সৌজন্যে- Palash Sultan-শিপন মোল্লা
বিষয়: বিবিধ
৫৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন