আরেক রহমান গ্রেফতার : ‘ট্রুথ ইজ নো ডিফেন্স’

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১২ আগস্ট, ২০১৩, ১১:৩৪:৩৭ সকাল

সত্য কত তিক্ত হলে জ্ঞান শূন্য হয় মানুষ

আদিলুর রহমান গ্রেফতারে প্রকাশ হলো ফানুস।



সত্য বলা মহা অপরাধ প্রমাণ হলো আজ

মিথ্যার জোরেই রাখবে বজায় তাদের তখ্‌ত তাজ!

মিথ্যার ভিরে সত্যের কলম সম্পাদক মাহমুদ

সততায় হেরে জালিমশাহী কারান্তরীন করে বুদ!



আজ আবার এক সততার প্রদীপ আদিলুর রহমান

জালিমশাহীর মহা আক্রোশে হারাতে বসেছেন প্রাণ।

বিচারক বলেন চাইনা দেখতে সত্য নাকি ভুল

‘ট্রুথ ইজ নো ডিফেন্স’ মোরা হারাতে চাইনা দু কূল!

যে দেশে কোনো সত্যবাদীর সততার নেই মূল্য

মানুষের নাকি পশুর সেদেশ কার সাথে দেব তুল্য?

বিষয়: বিবিধ

২১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File