মুখ খুলেছে কালো বিড়াল অথবা উন্নয়নের বিলবোর্ড
লিখেছেন লিখেছেন আবু আশফাক ০৭ আগস্ট, ২০১৩, ০১:৫৬:৫২ দুপুর
কালো বিড়াল মুখ খুলেছে নামটি যাহার গুপ্ত
উন্নয়নের খবর আজ আর রাখবে না সে সুপ্ত।
বিলবোর্ড দিয়ে উন্নয়নের দিতে বইয়ে জোয়ার
শহর নয়কো, নয়কো জেলা ওয়ার্ডে ওয়ার্ডে এবার।
ছেয়ে যাওয়া বিলবোর্ড নাকি সবে মাত্র শুরু
তৃণমুলেও উঠবে বিলবোর্ড বলছে কালো গুরু।
খালি কলস বাজে বেশি প্রবাদ সত্য নয়!
বিলবোর্ড দিয়ে জানাচ্ছে তাই উন্নয়নের জয়।
কালো বিড়াল আবুল সেতু আর উন্নয়ন যত
লোকের মনে এমন বিলবোর্ড আছে শত শত।
আসুন সবে কালো ধলো বিলবোর্ডে সব লিখি
উন্নয়নের ধারা সবাই এদের কাছে শিখি।
বিষয়: বিবিধ
১৭৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন