ধারাবাহিক ইসলামী সাধারণ জ্ঞান : Roseপর্ব-১১ Rose

লিখেছেন লিখেছেন আবু আশফাক ২৮ জুলাই, ২০১৩, ১১:৫৬:১৪ সকাল

পর্ব- ১০ এখানে

প্রশ্ন-১১৪. তাফসির ইবনে খাতির কে রচনা করেন?

উত্তর :
ইসমাইল ইবনে আ’মর ইবনে খাতির। তিনি দামেস্কে বসবাস করতেন এবং ইবনে তাইয়্যিমিয়ার ছাত্র ছিলেন।

প্রশ্ন-১১৫. তাফসির ইবনে খাতিরের শিরোনাম কি?

উত্তর :
তাফসির আল-কুরআন আল-জাইম।

প্রশ্ন-১১৬. তাফসির ইবনে খাতির কতটা গুরুত্ববহ?

উত্তর :
সর্বাধিক প্রসিদ্ধ তাফসির গ্রন্থ এটি। হাদীসের শুদ্ধতার উপর গুরুত্বরোপ করা হয়েছে, বিষয় ভিত্তিক আলোচনা প্রসঙ্গে আল-কুরআনের বিভিন্ন আয়াত পরিবেশিত হয়েছে। এই তাফসির গ্রন্থের কোন ইংরেজি তরজমা পাওয়া যায় না।

প্রশ্ন-১১৭. তাফসির আল-সুয়ূতি কে রচনা করেন?

উত্তর :
জালাল আল-দ্বীন আল সুয়ূতি।

প্রশ্ন-১১৮. তাফসির আল-সুয়ূতির শিরোনাম কি?

উত্তর :
আল-দুনির আল-মানথুর ফি আল-তাফসির আল-মা’থুর।

প্রশ্ন-১১৯. তাফসির আল-রাজি কে রচনা করেন?

উত্তর :
মুহাম্মদ ইবনে উমর আল-রাজি।

প্রশ্ন-১২০. তাফসির আল-রাজি’র শিরোনাম কি?

উত্তর :
মাফতিহ আল-ঘাইয়িব।

প্রশ্ন-১২১. তাফসির আল-রাজি’র বৈশিষ্ট্য কি?

উত্তর :
বিভিন্ন বিষয় নিয়ে আলোচিত অন্যতম তাফসির, কেবল সূরা ফাতিহার তাফসিরই এক খন্ডে করা হয়েছে। এটি তাফসির বিল রেই শ্রেণীভুক্ত তাফসির গ্রন্থ। একে তাফসির আল-খাবির (বৃহৎ তাফসির) বলা হয়।

প্রশ্ন-১২২. তাফসির আল-মানার কে রচনা করেন?

উত্তর :
মিশরের বিখ্যাত ইমাম মুহাম্মদ আবদুহ’র সুপরিচিত ছাত্র মুহাম্মদ রাসিদ রিযা এটি রচনা করেন।

প্রশ্ন-১২৩. তাফসির আল-মানারের বৈশিষ্ট্য কি?

উত্তর :
১২ খন্ডে রচিত এই তাফসির গ্রন্থটি আল-কুরআনের মাত্র এক তৃতীয়াংশ। দূর্ভাগ্যজনকভাবে মুহাম্মদ রাসিদ রিযা তাফসির সম্পন্ন করে যেতে পারেননি। মুসলমানরা দৈনিন্দিন জীবনে যে সকল সমস্যার মুখোমুখি হন, সেগুলো এই তাফসির গ্রন্থে আলোচিত হয়েছে।

প্রশ্ন-১২৪. ফি যিলালিল কুরআন (আল-কুরআনের ছায়া) তাফসির গ্রন্থটি কে রচনা করেন ?

উত্তর :
১৯৫৪-১৯৬৪ সাল পর্যন্ত কারবাসে থাকাকালে সাইয়েদ কুতুব এই তাফসির গ্রন্থটি রচনা করেন। ইখওয়ানুল মুসলীমিনের মত ইসলামী আন্দোলনে তার সম্পৃক্ততা থাকাকালে তৎকালীন জালিম মিশরীয় সরকার তাকে মৃত্যুদণ্ড প্রদান করার আগেই তিনি এই তাফসির সম্পন্ন করেন।

প্রশ্ন-১২৫. ফি যিলালিল কুরআন (আল-কুরআনের ছায়া) তাফসির গ্রন্থটির বৈশিষ্ট্য কি?

উত্তর :
লেখক ইসলাম ও ইসলামী বিরোধী রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করেন এবং ব্যক্তিগত ও সামাজিক জীবনে ইসলাম প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন। এর শেষ খন্ডটির ইংরেজি তরজমা হয়েছে।

প্রশ্ন-১২৬. তাফহিমুল কুরআন (আল-কুরআনের উপলব্ধি) কে রচনা করেন?

উত্তর :
সাইয়্যেদ আবুল আ'লা মওদুদী (রঃ)।

প্রশ্ন-১২৭. তাফহিমুল কুরআন (আল-কুরআনের উপলব্ধি)-এর বৈশিষ্ট্য কি?

উত্তর :
এটি উর্দু ভাষায় লিখিত। ১৯৭৩ সালে তাফসিরের কাজ সম্পন্ন হয়। এর ইংরেজী তরজমা হয়েছে এবং ইংরেজি ভাষায় সর্বোত্তম তাফসিরগুলোর মধ্যে এটি একটি।

প্রশ্ন-১২৮. কুরআন অনুবাদ করা কঠিন কাজ কেন?

উত্তর :
বিভিন্ন ভাষায় ব্যবহৃত শব্দ দ্বারা কোন বিশেষ একটি ভাষায় পরিবর্তন করলে প্রকৃত অর্থ প্রকাশ পায় না। অধিকন্তু অনুদিত ভাষার মাধ্যমে মূল পাঠের সৌন্দর্য্য যথাযথভাবে প্রকাশিত হয় না।

বিষয়: বিবিধ

২০২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File