অসুস্থ্য ব্লগারের জন্য ব্লগার ভাই-বোনদের নিকট দুআ কামনা
লিখেছেন লিখেছেন আবু আশফাক ১২ জুলাই, ২০১৩, ১২:৩৩:২৭ দুপুর
রমযানের প্রথম দিনের বিকেল থেকেই শরীরটা কেমন যেন করছিল। আগের দিন থেকেই কিছুটা উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ্যতাবোধ করলেও ভাবলাম এটা এমন কিছু নয়। কিন্তু ইফতার করে যখন মসজিদে যেতে পারলাম না, তখন থেকেই ভিন্ন চিন্তায় পেয়ে বসলো। এরপর প্রচণ্ড জ্বর আর হাড়ে ব্যাথ্যা। অসহ্য যন্ত্রণা। রাতে বাচ্চার মা ও বাচ্চাদের ঘুমের ব্যাঘাত ঘটিয়ে চিৎকার-চেচামেচি। এক পর্যায়ে মেরুদণ্ডের ব্যাথায় বিছানায় গা লাগাতে না পারায় রোযা রাখতে পারবো কিনা এমন চিন্তার মধ্যে দু-এক লোকমা সেহরি খেয়ে রোযার নিয়ত করে এখন পর্যন্ত টিকে আছি।
এখন্ও মেরুদণ্ডের ব্যাথ্যায় কাতর হয়ে আছি। অফিসে প্রচুর কাজ। ওষুধ খেয়েছি কিন্তু আশানুরূপ ফল পাচ্ছি না।
এমতাবস্থায় পবিত্র রমযানে দুআ কবুলের সময়ে বন্ধুদের কাছে দুআ কামনা করছি।
বিশেষ দ্র. এই লেখাটাও প্রায় দাড়িয়ে কম্পোজ করলাম।
বিষয়: বিবিধ
১৭৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন