বাংলা নিউজ ২৪ ডটকম -এর রিপোর্ট পড়ে সংজ্ঞা খুজছি : কেউ একটু বলবেন- শো ডাউন কাকে বলে?

লিখেছেন লিখেছেন আবু আশফাক ১৫ জুন, ২০১৩, ০৪:০৫:১০ বিকাল



একচোখা হলে নাকি একদিকে কম অন্যদিকে বেশি দেখে। অন্ধ হলে কিছুই দেখে না; রাত কানা হলে শুধু রাতে দেখে না কিন্তু দিনে কোনো সমস্যা নেই। কেউ একচোখা হোক, অন্ধ হোক আর রাত কানা হোক, তাতে আমার কিছুই যায়-আসে না। রাজনৈতিক ক্যাচাল আমার ভালো লাগে না। কেউ কোনো যুক্তি সংগত আলোচনা করলে, ঠেলা কথা না বললে তার সাথে আলোচনায়ও অনীহা নেই। এমনিতেই আমি সাধারণত চুপ থাকতে ভালোবাসি।

কিন্তু এখানে যে বিষয়টি নিয়ে বাজে ক্যাচাল করছি তা হচ্ছে একটা সংজ্ঞা সম্পর্কে আমার জ্ঞানের পরিধি বাড়িয়ে নেওয়ার প্রচেষ্টা।

Banglanews24 আজ একটি রিপোর্ট করেছে (তারা অবশ্য এরকমই করে থাকে) যার শিরোনাম হচ্ছে-

রাজশাহীর নির্বাচনী মাঠে শিবিরের শোডাউন

''রিপোর্টের ভিতরে লিখেছে- সিটি করপোরেশন নির্বাচনী মাঠে বিভিন্ন কেন্দ্রের আশেপাশে ছাত্রশিবির নেতাকর্মীদের বিরুদ্ধে শোডাউন দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ পাওয়া গেছে।

রাবির আশপাশ কেন্দ্রগুলোকে ঘিরে রাবি শিবিরের সভাপতির নেতৃত্বে স্থানীয় ও বহিরাগত শিবির ক্যাডাররা শো-ডাউন ছাড়াও দলে দলে বিভিক্ত হয়ে ভোটারদের প্রভাবিত করছে। তারা ভোটারদের ১৮ দলীয় জোট প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের আনারস মার্কায় ভোট দেয়ার জন্য প্রভাবিত করছে।

ইসলামীয়া ভোট কেন্দ্রের ভোটার আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, রাবি শিবির সভাপতি আশরাফুল ইসলাম ইমনসহ সাইফুল ও ওমর আলী শো-ডাউনের নেতৃত্ব দেয়।

এই সকল শিবির ক্যাডার বিশ্ববিদ্যালয়ের আশপাশ এলাকা ডাঁশমারি, বুধপাড়া, মির্জাপুর,হানুফার মোড়, মিজানের মোড়, কেডি ক্লাবের মোড় এলাকায় ৫/৭ জনের গ্রুপে বিভক্ত হয়ে শো- ডাউন দিচ্ছে।''

আমার কথা হলো-

১. শো-ডাউন কাকে বলে?

২. ৫/৭ জন একসাথে চলা (তাদের রিপোর্ট মতে) কি শো-ডাউন?

৩. ভোটের দিন কি ১৪৪ ধারা জারি হয়েছে যে, ৫/৭ জন একসাথে চলা যাবে না?

৪. ভোটের দিন তো এমনিতেই মানুষ ১০/২০ জন একসাথে ভোট দিতে যায়, তাহলে রাজশাহীতে কি সবাই বাড়ী থেকে একা একা সমদূরত্ব বজায় রেখে সবাই ভোট কেন্দ্রে গিয়েছে?

৫. তারা কি বিনোদন হিসেবে এই রিপোর্ট করেছে (তাদের স্লোগান সংবাদ বিনোদন সারক্ষণ)?

৬. Banglanews24 ওয়ালারা ঘুমের ঘোরেও কি শিবিরের শো-ডাউন দেখে?

৭. নাকি তারা অন্ধ/একচোখা/রাতকানা?

প্লিজ, কারো জানা থাকলে কমপক্ষে প্রথম প্রশ্নটার উত্তর দিন।

লিংক দিলাম না, কারণ বিডিটুডে'র হোম পেজে আছে।

বিষয়: বিবিধ

১৮৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File